ঘানার উত্তরাঞ্চলের কয়েকটি শহরে শারীরিক প্রতিবন্ধী হয়ে জন্ম নেওয়া শিশু হত্যার স্থানীয় আচার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। স্থানীয় নেতারা সম্প্রতি এ ঘোষণা দিয়েছেন। সেখানকার লোকজনের মধ্যে এই ধারণা প্রচলিত যে এসব শিশুর মধ্যে প্রেতাত্মার আছর থাকে।
গতকাল সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ঘানার বিভিন্ন অঞ্চলে শারীরিক প্রতিবন্ধী হয়ে জন্ম নেওয়া শিশুদের অশুভ ও প্রেতাত্মার ধারক হিসেবে বিবেচনা করা হয়। তাই এ ধরনের শিশুদের বিষাক্ত পানীয় পান করিয়ে হত্যা করা হয়।
শারীরিক প্রতিবন্ধী শিশুদের হত্যা বন্ধের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন উন্নয়নকর্মীরা। তাঁরা বলছেন, স্বাস্থ্যসেবা ও শিক্ষার উন্নয়নের ফলে ধীরে ধীরে এই কুসংস্কারের ব্যাপকতা কমছে।
বর্তমানে সাতটি শহরে প্রতিবন্ধী শিশু হত্যার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে সারা দেশ থেকে এই অনাচার এখনই দূর করা সম্ভব হবে না। কারণ, দেশটিতে প্রতিবন্ধী শিশু হত্যার এই ভ্রান্তরীতি ব্যাপকভাবে প্রচলিত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।