আমাদের কথা খুঁজে নিন

   

ছবি ব্লগ: আমার আঁকা কিছু ছবি (কাকের ঠ্যাং বকের ঠ্যাং...) পর্ব-৩

আমি খুব সাধারন একটা মানুষ। সাধারন হয়েই থাকতে চাই Broken এই পর্বে আমি আমার নিজের সবচেয়ে প্রিয় ছবিটির গল্প বলব। লিওনার্দো দ্যা ভিণ্চির কাছে মোনালিসা যেমন, আমি তার তুলনা্য় কিছুই নই তবে আমার এই Broken (ভেঙে পড়া মানুষ) ছবিটিই আমার মোনালিসা, এতে কারো আপত্তি থাকুক বা না থাকুক আমার কিছু যায় আসেনা এটা আঁকার পর মেডিকেল এ যখন নিয়ে যাই আমার ৩ জন প্রফেসর ৩ ধরনের ব্যাখ্যা প্রদান করেন। মেডিসিন এর প্রফেসর: "আমার ধারনা এই মানুষটির carcinoma (cancer) হয়েছে, তাই সে এভাবে ভেঙ্গে পড়েছে। বৃদ্ধ মানুষ অসুখে ভুগে মাথার চুল সব পড়ে গিয়েছে।

তবে মানুষটি আরোও একটু শুকনা পাতলা হওয়া উচি্ৎ ছিল। After all, he is a patient of cancer." আমি কেবলার মত হেসে বললাম, "জ্বি স্যার, ঠিক বলেছেন" এরপর গেলাম psychiatry (মনোরোগ) এর প্রফেসর এর কাছে। তিনি বললেন: "এটা তো পরিষ্কার Depression (বিষন্নতা) এর কেস, সাথে কিছুটা suicidal tendency ও থাকতে পারে। আমাকে একটা এমন এঁকে দিওতো, চেম্বারে টাঙিয়ে রাখব। কিন্তু তার আগে বল, তুমি এমন ছবি আঁকলে কেন? তুমি ঠিক আছ তো?" এবারো আমি আমার বিলাই মার্কা হাসি দিয়ে বললাম, "জ্বি স্যার আমি খুবই ভাল আছি।

" বলে কোনমতে দৌড়! ডাক্তার হয়ে নিজের হাসপাতালে পাগলদের ওয়ার্ডে ভর্তি হবার কোন সখ আমার নেই। এরপর গেলাম সার্জারীর প্রফেসরের কাছে, তিনি বললেন, "এর নিষ্চয়ই generalized lymphoma (সারা শরীরে ছোট ছোট টিউমার হয় এরকম একটি রোগ) হয়েছিল সেগুলো ফেটে গিয়ে এভাবে বেচারা কষ্ট পাছ্ছে। এর ইমেডিয়েট অপারেশন দরকার!!" আমি আর এবার তেমন কিছু না বলে শুধু একটু হেসে বের হয়ে এলাম। ডাক্তারদের কমন রুমে ফিরার পর সবাই জানতে চাইল কে কি বলল, বললাম সব, সবাই খুব প্রশংসা করেছিল। একজন বলল, "তুমি যে সারা মেডিকেল এ একটা ন্যাংটা ব্যাটার ছবি নিয়ে ঘুরলা তোমাকে কে্উ কিছু বললনা?? আসলেই তুমি পার"।

এটা বলার পর আমারও খেয়াল হল, আরে তাইতো!! আসলেইত স্যারেরা তো বটেই, রোগীরাও খেয়াল করেনি যে এটা একটা নগ্নচিত্র। যাক গে, সবমিলিয়ে বেশ মজাই হয়েছিল ডাক্তাররা বোধহয় একটা পর্যায়ে মানুষের কষ্ট চোখে দেখলেও উপলব্ধি করতে পারেনা। হয়তবা আমিও একসময় এমন হয়ে যাব, হয়ত হবনা। তবে আমি এমন হতে চাইনা, এটুক জানি। দেখা যাক সামনে কি হয়।

অনেক ধন্যবাদ আমার এই ছবিটি দেখার আর এর গল্পটুকু পড়ার জন্যে  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।