প্রপিতার স্বপ্নে ছিলো
বুড়ো শালিক নিঝুম
টোটেম তালিকায় দেখি
ঝরা পাতার ঘুম।
জমির দখল লড়াই
দাসখত নিয়েছিলো মাতা
গুহার দরজা খুলে
বের হন পরাধীন পিতা।
পরিচয় নেই-
কে কার আত্মজ
আমার রক্তে ছিলো
শন্কর শরীরের লাজ।
বন্ধনে জড়িত পথঘাট
ফেটে চৌচির ভূবন
আত্মপরিচয় দেয়
আমার মৌনব্রতী মন।
তারপর পরিচয় পেলে
সাজে গেরস্ত ঘর
অন্ধকার পার হলে
দেখি শয্যায় বস্ত্তভার।
আমি সবুজ আঁধার
অমৃতের আলোক সন্তান
প্রপিতার টোটেম তালিকা
আর বিলম্বিত বয়ান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।