আমাদের কথা খুঁজে নিন

   

স্পেয়ার সাম চেন্জ, প্লীজ।



আমেরিকান নির্বাচনে ডেমোক্রাটদের নমিনেশানের খেলা জমে উঠেছে। একদিকে অভিজ্ঞ রাজনীতিক, সিনেটর, সাবেক ফার্স্ট লেডী হিলারী ক্লিন্টন, অন্যদিকে ট্যালেন্টেড, ক্যারিশম্যাটিক, অর্বাচীন বারাক ওবামা। দুজনেই মরিয়া হয়ে দলের প্রার্থীতা পেতে লড়াই চালিয়ে যাচ্ছে। কেউই সরে দাঁড়াতে আগ্রহী নয়, এদিকে রিপাবলিকান ম্যাককেইন নির্বাচনী প্রচারে অনেক সুবিধাজনক অবস্হানে চলে যাচ্ছে। ডেমোক্র্যাটদের মধ্যে হিলারী নোংরাভাবে ওবামাকে আক্রমণ করে যাচ্ছে।

তার ধর্ম, বর্ণ, সামাজিক অবস্হান নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি। একটা বিজ্ঞাপনে দেখানো হয় রাত তিনটার সময়ে দুটি অসুস্হ শিশু কাঁদছে, এ সময় ফোন করলে হিলারী ঐ ফোন রিসিভ করে। ঘটনাক্রমে বাচ্চা দুটি ককেশিয়ান। মেসেজটা এরকম , আপনার শিশুর স্বাস্হ্যের ব্যাপারে আপনি কি একজন আফ্রিকান-এমেরিকানের উপরে নির্ভর করতে পারবেন?এতে ব্লু-কলার হোয়াইট জন গণের মাঝে হিলারী ভাল সাড়া জাগাতে পেরেছেন। যার প্রভাব দেখা যায় ওহাইয়োতে হিলারীর বিজয়ে, যেখানে গরীব-মধ্যবিত্ত আমেরিকানদের বাস।

ওবামা এখনও পর্যন্ত তার 'Change' নিয়েই আছে। সে বর্তমান রাজনীতির পরিবর্তন চায়। হিলারীর মত নোংরা পাঞ্চিংয়ে এখনও সে পিছিয়ে আছে। রাজনীতিতে মনে হয় এর দরকার আছে। অনেকে এখন ভাবছেন ওবামারও পাল্টা আক্রমণ করা দরকার।

এখনপর্যন্ত ওবামার সমর্থক শহুরে শিক্ষিত ভদ্রলোক এবং চেংড়া পোলাপান। নিম্নবিত্তদের মাঝে আবেদন বাড়াতে হলে তাকেও হয়ত 'ক্লিন্টন মেশিনের' বিরুদ্ধে নোংরা বাক্যবাণ ছড়াতে হবে। রেইস ইস্যূ খুবই কায়দা করে ছড়ানো হচ্ছে। আমেরিকায় এখনও কালোরা তুলনামূলকভাবে গরীব । প্রায় দেখা যায় রাস্তার মোড়ে দাঁড়িয়ে অজানা অচেনা পথচারীদের কাছে Change চাচ্ছে।

একটা বহুল প্রচারিত ফান ম্যাগাজিনে দেখলাম এ নিয়ে জোকস করেছে। হোয়াইট আমেরিকানদের কাছে অপরিচিত একজন কালো ওবামা 'Change' বা পরিবর্তন চাচ্ছে। ব্যাপারটা কি হাস্যকর নয়?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।