আমাদের কথা খুঁজে নিন

   

উপভোগের নেশায় বুঁদ এক মাতাল

প্রতিদিন সহস্রবার উপভোগ করছি নিজেকে ! কখনও সবুজ দিগন্ত ছোঁযা মাঠে, কখনও জল কলকল ঘাটে । কখনও ব্যাকুল হৃদযের আকুল টানে গৃহ ছেড়ে- পথের মোড়ে জনতার ভীড়ে-হারিয়ে দিয়ে নিজেকে: উপভোগ করছি প্রতিনিয়ত ! উপভোগ করছি মানুষের মন, মনন, চাওয়া- পাওয়া, মানুষের অস্থিরতা -বিষন্নতা- বেঁচে থাকার সংগ্রাম কে উপভোগ করছি বড্ড রকম ! মানুষের দুঃখ -সুখ, ভোগ -বিলাস কে উপভোগ করছি আনন্দ চিত্তে ! উপভোগের নেশায় বুঁদ এই মাতাল সব কিছুই উপভোগ করছে ক্লান্তিহীন রাতজাগা এক অকৃত্রিম মদ্যপের মত !

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।