আমাদের কথা খুঁজে নিন

   

চড় কালচার - কালচার চড়!

কাজ নেই, খাওয়া নেই।

বাবার হাতে কখনো চড় না খেলেও ভাই বোনদের হাত থেকে রক্ষা পাইনি কখনো। মা - হা মা মেরেছেন অনেক। কারন মা-ই আমার পড়া শুনার উপর নজর রাখতেন। বুঝতেই পারছেন! না মারলে যেমন ছেলে মেয়ে মানুষ হয় না (অভিবাবকদের মতে; আমার ছেলের মতে উল্টোটা), তেমনি চড় না মারলে - আমরা - বাংগালীদের মারামারি/মনের ঝাল পুর্ন হয় না।

হাত তুলতেই হবে - না হয় - গহীন মনের গভীর ঝাল মিটবে না। আজকাল আবার মনের ছোট খাটো মিল অমিল - চড় দিয়ে শুরু করে যাত্রা। একটু চারিদিকে তাকিয়ে দেখুন! কেন যে চড়টা মারা হলো - মাঝে মাঝে গবেষনার বিষয় হয়ে দাড়ায় আমার কাছে। আর চাকর বাকর হলেতো কথাই নেই। ব্যাপারটা না ঘটলেই বরং অস্বাভাবিক।

যেমন: ধরুন বাংলা ছায়া ছবি দেখছেন - ব্যাপারটা না ঘটলেই বরং অস্বাভাবিক। ধরুন বাংলা (হুমায়ুন আহমেদের) নাটক বা টেলিফিল্ম দেখছেন - ব্যাপারটা না ঘটলেই বরং অস্বাভাবিক। ধরুন বাংলাদেশ ক্রিকেট প্লেয়ার (আশরাফুলের/মাসরাফীর) প্রেকটিস দেখছেন - ব্যাপারটা না ঘটলেই বরং অস্বাভাবিক। উপরের ঘটনার সাথে জড়িত সবাই - ওরাতো মানুষ - রাগ - আবেগের বাইরে ওরা নয়! বহিপ্রকাশে চড় টড় তো থাকতেই পারে। কি বলেন? সে যাই হোক, পাঠক আপনার কাছে আমার দুটি বিনিত প্রশ্ন: ১. কখনো কি চড় খেয়েছেন? কেন? আপনার চড়'পর অনুভুতিটা কি? ২।

কখনো কি কাউকে চড় মেরেছেন? কেন? আপনার চড়'পর অনুভুতিটা কি? সবাইকে আগাম ধন্যবাদ। ভালো থাকুন সবাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।