আমাদের কথা খুঁজে নিন

   

ধান চাষ ও সাম্প্রতিক অবস্থা

নিজের সম্পর্কে লেখার কিছুই নেই। আমি বাংলাদেশের একজন -নাগরিক, চেষ্টা করছি সুনাগরিক হওয়ার জন্য। আমার ফেইসবুক একাউন্ট: http://facebook.com/kobisaheb এবং আমার ওয়েবসাইট http://mr9.in সবাই বাংলাদেশের বড় বড় সমস্যা নিয়ে লিখছে আমি একটু ছোটখাট বিষয় নিয়েই লিখি। ভাত আমাদের প্রধান খাদ্য। আমরা যতই ফাস্টফুড, পিঠা, মিষ্টি কিংবা অনান্য খাবার খাইনা কেন কোনটাই আমাদেরকে ভাতের অভাব পূরণ করতে পারে না।

বিশেষ করে প্রবাসী ভাইরা এটা ভাল জানেন, ওখানে সামান্য ভর্তা ভাতের জন্যো মনটা আনচান করে উঠে। এখন অবশ্য প্রায় সব দেশেই বাংগালী হোটেল হয়ে গেছে। আমি কৃষি বিশেষজ্ঞ নই, এ ব্যাপারে আমার কোন জ্ঞানও নাই। এই সামান্য কিছু ধারণা নিয়ে লিখতে বসেছি ভূল হলে ক্ষমা করবেন। ধান উতপাদন করার জন্য ধানের ছোট চারা লাগাতে হয়, একে বলা হয় গাছি।

এ বছর এই গাছি এর মুল্য আশঙ্কাজনক ভাবে বেড়ে গিয়েছে। মুল্য শুধু বেড়েই যায়নি প্রায় দ্বিগুণ বেড়ে গেছে ও আয়ত্বের বাইরে চলে গেছে, এবং পাওয়াও যাচ্ছে না। আমাদের এলাকায় ধান ব্যতিত অন্য কোন শষ্য এর আবাদ হয় না। কিন্তু গাছি এর দাম বৃদ্ধি, সার এর দাম বৃদ্ধি, মজুরি এর দাম বৃদ্ধি, বিদ্যুতের দাম ও তেলের দাম বৃদ্ধি এর কারণে সেচের মুল্য বৃদ্ধি। একারণে আমাদের এলাকার কৃষকগণ ধান চাষের প্রতি আগ্রহ হারিয়ে অন্যান্য ফসলের দিকে আগ্রহী হয়ে পড়েছে।

এ অবস্থা যদি দেশের অন্যান্য অঞ্চলেও হয় তাহলে ধান এর মুল্য যে কি পরিমাণ বৃদ্ধি পাবে সেটা বলার মত নয়। সময়মত সরকার পদক্ষেপ নিলে হয়তোবা এসব এড়ানো যেত। কিন্তু এখন চুপচাপ দেখা ছাড়া দেখার কিছু নাই। দেশ এর পরিস্থিতি এখন আমাদের কাছে এমন হয়ে গেছে যে কোন কিছুই আমাদের আশ্চর্য করতে পারে না, সবই স্বাভাবিক লাগে, যেন এমনটা না হলেই আশ্চর্য হতাম। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।