আমাদের কথা খুঁজে নিন

   

এক পিশাচের কথা থেকে (২য় পর্ব)/ইমরোজ আহমদ

ইমরোজ

একপিশাচের কথা থেকে (প্রথম পর্ব) ১৯৬৭ সালে জেনারেল রাও ফরমান আলীর পোস্টিং হয় ঢাকায়। তাঁর ডিডিএমও নিয়োগ করা হয়। এখানে একটা ঘটনার কথা তিনি বলেছেন যাতে সেনাবাহিনীর দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায় বাংলাদেশ সম্পর্কে। কিন্তু তিনি তবুও স্বীকার করেননি বাঙ্গালিদের তখন নানা বিষয়ে অধিকার বঞ্চিত করা হতো। ঘটনাটি এরকম।

লেঃ কর্নেল ওসমানী ছিলেন তার সিনিয়র এবং ডিডিএমও। ফরমান তাঁর কাছে চার্জ বুঝে নিতে গেলে দেখেন যে, ওসমানীর কাছে কোন ফাইলই যেত না। চাপরাশিরাও তাঁকে অবজ্ঞা করতো। তাঁর অফিসে ছিল ধূলিপড়া, ম্লান-বিবর্ণ, অথচ মিলিটারি অপারেশন বিভাগটি অনেক গুরুত্বপূর্ণ। ফরমান আরও লিখেছেন, পাকিস্তান বাহিনীতেও তাঁকে প্রমোশনের যোগ্য মনে করা হয়নি।

হয়তো বাঙ্গালি বলেই তাঁকে বিশ্বাস করা হতো না। কথাটি সত্য। এবং তাঁর বইতে তিনি নিজের অজান্তেই ঘটনাটি উল্লেখ করেছেন। যাতে পাকিস্তানি কর্তৃক বাঙ্গালিদের উপর সুস্পষ্ট অধিকার হরণের কথা উল্লেখ করা হয়েছে। তবে এই ঘটনাগুলোকে একবারও তিনি কোথাও সমালোচনা করেন নি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।