থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি। শিক্ষিত মধ্যবিত্তের মধ্যে আশঙ্কাজনকভাব বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটছে এমন তথ্য দিয়েছে ঢাকা সিটি কর্পোরেশনের আইন বিভাগ। পরিসংখ্যানে দেখা গেছে বেশির ভাগ তালাকের আবেদন নারীদের কাছ থেকে আসছে।
সরকারের এই প্রতিবেদন বিয়ে বিচ্ছেদের ক্রম বর্ধমান এই হারের জন্য সামাজিক অস্থিরতা, বোঝাপড়ার অভাব, এবং সামাজিক যোগযোগের আধুনিক প্রযুক্তিকে দায়ি করেছেন।
ঢাকা সিটি কর্পোরেশনের দেয়া তথ্য বলছে, গত বছর রাজধানীতে ৯ হাজার বিয়ে বিচ্ছেদের আবেদনের মধ্যে প্রায় ৬ হাজারই নারীদের কাছ থেকে আসা।
অথচ ৫ বছর আগেও এর চিত্র ছিল উল্টো। ২০০৪ সালে ডিসিসি’র কাছে ৩৩৩৮টি আবেদনের মধ্যে ২৮১৪টি কার্যকর হয়। এর শতকরা ৪০ ভাগই স্ত্রীদের করা।
পরিসংখ্যানের এই উল্টো চিত্রের কারণ হিসেবে নারীরা সমাজ, রাষ্ট্র ও পরিবারের কাছ থেকে সহানুভূতি, সহমর্মিতা ও সহযোগিতা না পেয়ে তালাকের দিকে ঝুকছে বলে গবেষণায় বেরিয়ে আসে।
কাগজে-কলমে গদবাধা কিছু কারণ উল্লেখ করলে বিয়ে বিচ্ছেদের প্রকৃত কারণ লোক লজ্জার ভয়ে আড়াল করা হয়।
সেখানে শারীরিক নির্যাতন ও যৌতুক প্রধান কারণ বলা হলেও অন্তরালে রয়েছে অন্য কারণ।
বেশ কিছু তালাকের ঘটনা বিশ্লেষন করে দেখা গেছে, শিক্ষিত মধ্যবিত্তের বিয়ে বিচ্ছেদের প্রবণতা বাড়ার কারণগুলোর সঙ্গে পারিবারিক অস্থিরতা এবং সামাজিক যোগাযোগ যেমন ফেইসবুক, টুইটার, ইয়াহু ম্যাসেনজার এর মাধ্যমে সহজপ্রাপ্তিও ভূমিকা রাখছে।
Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।