যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
যে রাতগুলোতে আমি নাগরিক হয়ে উঠি গ্যাসবেলুনে আর নীচে চাপা পড়ে ধাতব নিদ্রা, শরবতের মত গুলে খাওয়া বিকেল, দিনের গুনিতক শুরু হওয়া একটা বিষন্ন ফোনকলে, সেসমস্ত রাতগুলোতে ফনা তোলে অশালিন ক্রোধ, তুসোর ঘরে গলে যাওয়া মোমে - হাত নাই, বুকের মাঝে চিৎকার, জিভের আলতো বুলি নিখোঁজ হলে, জেগে থাকা এই দুরত্বের নাগরিক অর্থ ভুলি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।