আমাদের কথা খুঁজে নিন

   

স্রস্ত চরে শাদা বালিকাদল

ডুবোজ্বর

২৯১২০৭-১ আমি প্রথম শব্দসকল নিশ্চিত চাই ওরা আমার ওষ্ঠাগত হবে বনতলে চাই ঝরে পড়া আলো আমি আমরা নই আমাদের চিৎকারে বনতল ধূসর হোক আমি দুআঙুলে তুলে নেবো আলো সাবলিল বনজ্যোৎস্না ২৯১২০৭-২ অন্যরা বাইরে বৃত্ত ক্রমশ ঘিরে আসছে ভূমি আমরা একফালি মাটির বসতি স্রস্ত চরে শাদা বালিকাদল আঙুলের ইশারায় ঝড়কে ডাকে অন্যরা বাইরে আমরা বড় বিষণ্ন হয়ে আছি আমাদের বিষণ্নতা হাওয়ার মৃত্যুতে আমরা জলকে ডাকছি আয় আয় আয় আয় ২৯১২০৭-৩ ওটা আমার বিভ্রম ওখানে বৃত্তের ভিতর বৃত্ত ছিলো ওখানে ভূমিজাল গোলকধাঁধা একটি বৃত্তাকারপুকুর চুরি করে দুপুরের রূপ দুপুর একফোঁটা রোদ ঝরে পড়ে ঠাণ্ডাকোমল জলে আমি ঠিক দেখেছি ২৯১২০৭-৪ ওখানে দাঁড়াও চিরদিন দিগন্তাবধি দাঁড়াও শেষপাতা পড়ে ফেলো মুহূর্তে সমাধির রঙ শাদা একদিন কালো ছিলো বৃষ্টি আর রৌদ্রে শাদা শিশির আর কুয়াশায় শাদা একটু নড়ো তারপর শাদা তোমার করতলগত শাদাকে পাখি ভেবো না উড়ে যাবে ওটা পাথর

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.