আমাদের কথা খুঁজে নিন

   

আমার ছোট বেলা

আমি একজন নিরাপদ ব্লগার

ছোট বেলায় অনেক দুষ্টু ছিলাম । অনেক বন্ধু বান্ধুব থাকলেও সাত জনের একটা গ্রুপ ছিল আমাদের। ক্লাস ওয়ানে পড়া অবস্থায় সাত জনের একটা গ্রুপ। শিশু আর ওয়ানের ছেলেদের তারা করে বেড়ানো। এক সাথে স্কুলে যাওয়া আর একসাথে ক্লাসে বসা।

পড়াশুনা না মনে হয় দুষ্টামি করতেই যেতাম স্কুলে। একবার ক্লাস থ্রী এর এক বড় ভাই আমাদের একজন কে মাইর দিল । আর যায় কোথায় সবাই মিলে সেই বড় ভাইকে মাইর। ছোট বেলার মাইর চড় থাপ্পর ছাড়া আর কিছু না। দিদিমনি আপা আমাদের শিশু শ্রেনীতে পড়াতেন।

খুব আদর করেই পড়াতেন আমাদেরকে। সেই দিদিমণি আপাকে আজও দেখি স্কুলে গেলে। কয়েক বছর আগে খবর পেলাম, বিখ্যাত সন্ত্রাসী বিকাশ এর সহযোগি দিদিমণি আপার ছেলে পুলিশের হাতে ধরা পড়েছে। আপা এত কষ্ট করে বাচ্চাদের মানুষ করেন তার ছেলেই মানুষ হল না। এখন আমার বন্ধুরা এক একজন একেক জায়গায়।

এলাকায় গেলে অনেকের সাথে দেখা হয়। কারো সাথে কথা হয় আর কারো সাথে কথা হয় না। কিন্তু সেই দিনগুলোর কথা আজও মনে পড়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।