ঘুমের ভেতর আমার ঘুম পাচ্ছিলো
আর তাই অজ্ঞানতায় পৌঁছে যেতে চাইনি
অচেতনতায় পাড়ি দিতে চাইনি গন্তব্যস্থল
ঘুমের ভিতর দ্বিতীয় ঘুমের ফাঁকে বলেছি সভয়ে:
ওগো ড্রাইভার-মাঝি
আমি ঘুমে অচেতন হলে
চৌধুরী রোডে নামিয়ে দিও
ঘুমে অচেতনে আমাকে কলাকার কৃত্তিবাসে পৌঁছে দিও না
বাই দ্য বাই, এক অধ্যাবসায়ী নোবেল শহরে যেতে চেয়েছিলো
জাগরণেও ঘুমায়নি সে
ওগো ড্রাইভার-মাঝি
তাঁকে কলকাতার কৃত্তিবাসেই যদি নামিয়ে দিলে
তাঁর সাথে কেন দিলে না
চৌদ্দটি দেশে চিত্রায়িত
ভারতের সংগীত কলাকার
ইভা রহমানের নতুন এলবাম
ফেব্রুয়ারি-২০০৭
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।