নাতাশার বুকে বাজে মুলতানি সুর
নাতাশার কথা তার আর মনে নাই
মতিভ্রষ্ট ভুলোমন অচেনা এমন
দেখিনি পাষাণতর যুবক-পথিক
স্বপ্নে সে করে যার পদচুম্বন
নাতাশা সে নয় জেনো যেন অন্যপরি
করে দিলো নিমেষেই সব ঋণ শোধ
স্বপ্ন ও জীবনের বিপুল বিরোধ
ঘুচালো সে জাগালো যে নুতন বিস্ময়
নাতাশার চোখে আজ সুন্দর জল
বুকেতে বিষাদ যেন আসমানি নীল
শোক তাই ভাঙে গড়ে ঠাট-অনুঠাট
ধিক তারে শত ধিক বাউল পথিক
যে ভুলেছে নাতাশার এমন সুমন
এঁকে গেছে বিষাদের সুঠাম শরীর
মুলতান-প্রকাশিত-প্রসারিত-স্বর
আলাপের মতো তার কেশ-বিন্যাস
ছিঁড়ে ছেড়ে যে চলেছে দ্বীপ-অন্যদ্বীপ
ভুলে গেছে সুস্মিতা-নাতাশা-কিশোরী
পাষাণ সে 'রে পথিক' সে যেন মাতাল
নাতাশার বুকে আজও মুলতানি সুর
নাতাশার স্মৃতি তার তবু মনে নাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।