আমাদের কথা খুঁজে নিন

   

লিলিথ



তুমি নগরে আসো প্রাগৈতিহাসিক এক বিষণ্ণতা নিয়ে কোমল চাদরের ভাজে রপ্ত কর কালো ইন্দ্রজাল প্রতিদিন, একইভাবে চোখ রগড়ে আকাশ ঘুমিয়ে গেলে নেমে আসো দেবী একবুক হাহাকার নিয়ে তোমার ম্লান চোখে শহর সাজে অশ্লীল তারাদের নগ্ন-নৈবেদ্যে মেকি শীৎকারে তৃপ্ত কর আপামর পামরে তারপর সব চলে গেলে আমি শুঁকে চলে আসি তৃণভোজী গবাদির মত তোমার বুকভরা সোঁদা ঘাস খেতে আমি জানি, তারা জীবিত এখনো জানি, তাই হাতড়ে বেড়াই কোটি বছরের সবুজ পাথর এখনো গভীর বিস্ময়ে লিলিথ, ঝরাও কি বৃষ্টি এখনো ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।