আমাদের কথা খুঁজে নিন

   

প্রাপ্তিকে নিয়া রাজনীতি এবং নপুংসকীয় হম্বিতম্বি

অতীত খুড়ি, খুঁজে ফিরি স্বজাতির গুলিবিদ্ধ করোটি

রাতে নেটে থাকা হয় কম। তবে রাজকন্যা রাত জাগায়। গত রাতটা ছিলো তেমনি এক রাত। কিন্তু ঢুকেই আমি হতভম্ব। এ কি দেখছি।

জেনারেল অভব্য এক মন্তব্য করেছে সারিয়াকে। এ ধরণের আলটপকা ব্যাপার মোটেই এ-টীমসুলভ নয়। আমরা এর দায় স্বীকার করি না। তবে ক্ষমা চাইতেও নিজেকে বিন্দুমাত্র ছোটো মনে হয় না। কিন্তু শেষ পর্যন্ত বিষয়টা সারিয়া আর জেনারেলে থাকে না।

সুযোগ সন্ধানীরা কাধে বন্দুক রেখে গুলি ছোড়ে। জামাতি ইতরেরা এক হাত নেয়, এ তো টিমেরই একজন। সুশীলেরা নেয়। এবং হাস্যকরভাবে কিছু নয়া রংবাজও, যারা কিনা অনুঢ়া পরিবেষ্টিত হয়ে রাতাভাব নিয়ে চলে। কি বলে নিজেও জানে না।

সারিয়া আমার বন্ধু। এই ব্লগে তাকে এবঙ প্রাপ্তিকে আমি এনেছি। সারিয়াকে কিছু বলা, প্রাপ্তিকে কিছু বলা সরাসরি আমাকে বলা। এই প্রাপ্তির চিকিৎসার জন্য সব ভেদাভেদ ভুলে এগিয়ে এসেছিল সবাই। সামহোয়ারের অর্জন যদি কিছু থাকে, সবার উপর রাখতে হবে প্রাপ্তিকেই।

সারিয়াকে যা বলা হয়েছে তা অমার্জনীয় অপরাধ। কিন্তু মার্জনার ব্যাপারটা নির্ধারণ করার অধিকারটা একান্তই সারিয়ার। আইজু, হোসেইন পুরা ব্যাপারটায় তীব্র প্রতিবাদ জানিয়ে ক্ষমা চেয়েছে । চেযেছে জেনারেলও। এখন চাইছি আমি, তবে জেনারেলের পক্ষে নয়।

সারিয়াকে এমন একটা অপমানজনক পর্ব পার হতে হয়েছে বলে। একই সঙ্গে আমার তীব্র ঘৃণা তাদের প্রতি, যারা গোটা ব্যাপারটি ব্যক্তিগত ফায়দা তুলতে ব্যবহার করছেন। ব্লগীয় রাজনীতি ও ব্যক্তিগত গুটিবাজিতে প্রাপ্তিকে না জড়াই। এটা আমার অনুরোধ। এ-টিম জড়াচ্ছেন অনেকে।

এ-টিম এতে নেই। যদি রাজাকারিতার বিপক্ষ মানসিকতার একজনের এই হটকারিতায় আমরাও লজ্জিত ও ক্ষমাপ্রার্থী। বাকি থাকেন সেইসব রাতারা। ভাইসকল, আমি অমি রহমান পিয়াল ওপেন ঘুরি। আমি একজন এ-টিম।

হাতে চুড়িও পড়ি না। কারো যদি বাস্তবে এটিমরে ছ্যাচা দেওযার শখ থাকে, পিলিজ, আমি তাদের হইয়া সেই ছ্যাচা খাইতে চাই। চ্যালেঞ্জ নিলাম। বাকিটা আপনাদের হাতে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।