গভীর কিছু শেখার আছে ....
মিসির আলী (লজিক) ও হিমু (এন্টি লজিক) চরিত্র নিয়ে এবারের বই মেলায় এসেছে হুমায়ুন আহমেদের দুটো বই। 'মিসির আলীর চশমা' ও 'হিমু রিমান্ডে' বই দুটো বিক্রেতাদের মতে বেস্ট সেলার!
অথচ বই দুটো পড়ে মনে হলো না, কিছু পড়েছি!
১.
'মিসির আলীর চশমা' বইটিতে হুমায়ুন আহমেদ ধারাবাহিকতা রাখতে ভীষণভাবে ব্যর্থ হয়েছেন। বড় ভুল করেছেন তিনি, তার ২য় বিবাহের পরবর্তি নিঃসঙ্গ অবস্থাকে (ইনডাইক্টেলি) বইতে টেনে এনে পাঠকদের সিমপ্যাথি অর্জনের চেষ্টা করে! মিসির আলীর চরিত্রের সঙ্গে হুমায়ুন আহমেদ চরিত্রের যে কোনই মিল নেই তা বোধ হয় এবার, লেখক হুমায়ুন আহমেদও ভুলে গিয়েছিলেন।
আরেকটা ব্যাপার হতে পারে যে, বইয়ের ফালতু কাহিনীর জন্য বইয়ের কলেবর বড় করার একটি ব্যর্থ চেষ্টার সফল উদ্যোগ হিসেবেও তিনি নিজেকে বইতে ঢোকানোর প্রয়াস নিয়েছিলেন। পুরো বই পড়লে যে কারোরই মনে হতে পারে যে, না ভেবে একটি বই লেখার অর্ডারকে তামিল করতেই লেখক বোধ হয় এই বইটি লিখতে চেয়েছিলেন।
এটিও অস্বাভাবিক নয় যে, খাপছাড়া ভাবে বইয়ের চ্যাপ্টারগুলো লিখে পরে লিংক করা হয়েছে।
আর বইয়ের নামের সঙ্গে কাহিনীর কি মিল থাকতে পারে, তা ভেবে বের করাটাও সমস্যাজনক। কারণ, চোখ দেখাতে গিয়ে চোখের ডাক্তারের সমস্যা নিয়ে মিসির আলী এই বইতে মাথা ঘামালেও বইয়ের নাম 'মিসির আলীর চশমা' রাখাটা যুক্তি সঙ্গত কিনা তা, তা নিয়ে কিন্তু প্রশ্নের অবকাশ থেকেই যাচ্ছে!
২.
'হিমু রিমান্ডে' বইটির নামের মাঝে যে নতুনত্ব রয়েছে তা নিঃসন্দেহে বলা যায়। পুলিশ রিমান্ডে সঙ্গে প্রকৃতির রিমান্ড'র প্রেক্ষিতে হিমুকে রিমান্ডের মতন পরিস্থিতির সঙ্গে লেখক কিভাবে লিংক করেন সেটি জানার আগ্রহ থেকেই অনেকে এই বইটি পড়তে উৎসাহিত হয়েছেন। তবে পড়ার পর শুধু একটি কথাই মুখ থেকে বের হবে 'বোগাস'!
হিমু চরিত্রটি সর্ব অবস্থায় প্রকৃতির সাহায্য পাবে, আর অন্যরা তা দেখবে এটি কতটুকু গ্রহণযোগ্য তা নিয়ে প্রশ্ন কিন্তু থকেই যাচ্ছে।
সামান্য একটু উদাহরণ দেয়া যাক, একজোড়া সন্তানহীন দম্পতি দীর্ঘসময় পর কেবল হিমুর 'ফুঁ'-এর জোরে সন্তানের (তাও যমজ!) দেখা পাচ্ছেন, কতটা গাঁজা খেয়ে লিখলে এটা লেখা সম্ভব তা পাঠকরা সহজেই বুঝতে পারেন!
********************************************************************
ক্রিয়েটিভ একজন লেখক হয়ে যাচ্ছেন এভাবেই ব্যবসায়িক লেখক!
অথচ তার উচিত ব্যবসা তো অনেক করেছেন, এবার লেখার মাধ্যমে স্মরণীয় কিছু করে যাওয়া।
কারণ, সত্যিই তো, স্মরণীয় কতগুলো লেখা রয়েছে আমাদের এই ব্যবসায়িক লেখকের, তা কি তিনি নিজেও বলতে পারবেন?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।