আমাদের কথা খুঁজে নিন

   

PHPExperts দের গেটটুগেদার... সবাই আমন্ত্রিত!

© ২০০৬ - ২০১১ ত্রিভুজ

২০০৪ সালের অক্টোবরে শুরু হয়েছিলো PHP Experts দের এই পথচলা। এরই ভেতরে PHP এক্সপার্ট থেকে শুরু করে PHP নবিসদের কাছে এটি পরিনত হয়েছে খুবই জনপ্রিয় একটি গ্রুপে। ১৫০০ এর অধিক সক্রিয় সদস্য রয়েছে এর যারা প্রতিদিন PHP সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও সমাধান এবং সাম্প্রতিক বিষয়াদী নিয়ে আলোচনা করেন। আপনি যেই হন না কেন, PHP বা ওয়েব প্রোগ্রামিং সংক্রান্ত যেকোন সমস্যা পাঠিয়ে দিয়ে সমাধান পেয়ে যাবেন নিশ্চিত ভাবে। শেয়ার করতে পারবেন আপনার নিজের অভিজ্ঞতা ও সৃষ্টি।

এখানে ওয়েব সংক্রান্ত অনেক চাকুরীবাকরির খবরও পাওয়া যাচ্ছে নিয়মিতভাবে। তবে এই গ্রুপের এত জনপ্রিয়তার পেছনে মূলত কাজ করেছে এর সদস্য ও মডারেটরদের বন্ধুত্বপূর্ন মনোভাব। PHPExperts সম্পর্কে বিস্তারিত জানানোর উদ্দেশ্যে আজকের এই আলোচনা নয়। আজকে মূলত PHPExperts দের একটি গেটটুগেদার পার্টির খবর দেয়ার জন্য এই আলোচনা। তো কাজের কথায় চলে আসি- প্রতিবারের মত এবারো PHPExperts আয়োজন করতে যাচ্ছে PHPExperts গেটটুগেদার।

PHPExperts গ্রুপের সকল সদস্য ও এই গ্রুপ সম্পর্কে আগ্রহী সকলেই অংশগ্রহন করতে পারবেন এই পার্টিতে। সময় ও ভেন্যু এখনো চুরান্ত না করলেও আগামী মার্চের প্রথম সপ্তাহের যেকোন একটি সুন্দর রোদ্রউজ্জল দিনকে বেছে নেয়া হবে। এই উদ্দেশ্য একটি সার্ভের আয়োজন করা হয়েছে.. আপনি যদি আসতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে নিচের লিংকে চলে যান- http://javapark.net/g2g.php (আপডেট জানানো হবে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.