আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে দেশে ফিরল পাচার হওয়া পুরাকীর্তি

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

অনেক নাটকের পর আজ দেশে ফিরিয়ে আনা হয়েছে ফ্রান্সে প্রদর্শনীর নামে পাচার হয়ে যাওয়া মূল্যবান পুরাকীর্তি। টিভিতে খবরটা দেখে খুব ভাল লাগল। এতে করে সমগ্র দেশের সংস্কৃতিমনা মানুষের নৈতিক বিজয় অর্জিত হল। টিভিতে আরেকটি খবরও শুনলাম যে, যেসব পুরাকীর্তি আজ ফেরত আনা হয়েছে, সেগুলো নাকি নকল, এমন একটা গুন্জন শোনা যাচ্ছে, যদিও সংস্কৃতি উপদেষ্টা এই সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। আসলেই এসব আসল নাকি নকল, এটা পরীক্ষা করা দরকার। প্রিয় ব্লগারবৃন্দ, আপনারা কি বলেন এই ব্যাপারে ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।