গালি বাজদের বিরুদ্ধে আমদের বিজয় হয়েছে। এই মাত্র শয়তানের পোস্ট থেকে জানতে পারলাম তাকে কমেন্ট ব্যন করা হয়েছে এবং সে কারো পোস্টে কমেন্ট দিতে পারছে না। লোকালটক কেও কমেন্ট দিতে দেখি নাই ২১ ফেব্রয়ারির পর থেকে। আমি নিশ্চিত নই , তবে মনে হয় তাকেও ব্যন করা হয়েছে। কারও কাছে এবিষয়ে সঠিক তথ্য থাকলে জানবেন আশা করি।
শয়তান যে কি পরিমান গালি গালাজ ও ব্যক্তি পর্যায় আক্রমন করতো এটা সবার জানা। এধরনে পদক্ষেপের জন্য কর্তপক্ষ কে ধন্যবাদ জানাই। এদিকে এখনো আরো কিছু বল্গার আছে যারা এখনো গালি বাজি করেই যাচ্ছে।
নিচে কিছু প্রমান দিলাম,
আহমাদ মুজতবা বলেছেন: "চুদির ভাই গুয়ের ছবিডার কতা মনে আছে? ঐটা চালু করুম কিন্তুক"
আহমাদ মুজতবা বলেছেন: "তিবুজের নিক এইটা ...আপু আপু করিস না হারামির বাচ্চা আপু বানাইলে সবাইরে বিয়া করবি কারে? "
লিংক
[|http://www.somewhereinblog.net/blog/swakkharblog/28773145]
[|http://www.somewhereinblog.net/blog/sojib161281blog/28772546]
মডারেটর আপনাদের কাছে অনুরোধ আহমাদ মুজতবা কে ব্যন করুন। আর যাদের কে ব্যন করেছেন তাদের ব্লগে এমন ১ টি আইডেন্টিফিকেশন দিন যাতে কেউ তাদের বল্গে ঢুকলে বু্ঝতে পারে যে পোস্ট কারি ব্যন হয়েছে।
এক্ষেত্রে ঐ বল্গের সব হেডার লেখা গুলো অন্য রং করতে পারেন বা আলাদা ভাবে নিচে কোটেশন আকারে দিতে পারেন। আমদের সমাজে যারা অপরাধ করে তাদের কে শস্তি দেবার সময় বিচারক তা ঘোষনা করে সবার সামনে। এতে করে আইনের শাসন নামক জিনিসটার অস্তিত অনুভব করা যায়। তাই আপনারা এমন Identification এর ব্যবস্থা করলে আমরা আপনাদের বিচার কেমন হচ্ছে বুঝতে পারব। ঐ দিন ব্লগে ১জন নারি ব্লগার কে হয়রানি করার জন্য হয়তো অনেক গালিবাজ শাস্তি প্রাপ্ত।
কিন্তু আমরা কেউ জানি না যে কার কার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। তাই কর্তপক্ষের কাছে আমার এই আবেদন যেন ব্যন ব্লগারদের চেনার ১টা ব্যবস্থা করেদিন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।