উদাসীকে আমি ছোট বেলা থেকে চিনি।
আমার জ্ঞান হবার পর থেকে উদাসীর প্রসংশা শুনি।
হের মা আর খালার একটাই ছিল উদাসী অনেক নাদুস নুদুস
অনেক জ্ঞানী মানুষ।
উদাসী খুবই ভাল একজন পিচ্চি ছিল।
আমি শুনলাম একবার সে বড়ইর বিচি খেয়ে ফেলছে।
তার নানা বলছিল তার ভেতর থেকে গাছ বের হবে।
এইকথা শুনে উদাসীর কান্না শুরু।
যাই হোক, এখন সে একজন ভাল জ্ঞানীগুনী মানুষ হইছে।
আমার পক্ষ থেকে তাকে একটা ফতুয়া শুভেচ্ছা।
হে হে হে হে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।