আমাদের কথা খুঁজে নিন

   

গানালাপ: রিচার্ড মার্ক্সের Hazard

.......জিরো গ্র্যাভিটি.......

কিছু কিছু গান শোনার সময় অদ্ভুত ফিলিংস হয়। যেমন মনে হয় এই গানটা বোধহয় বাস্তব কাহিনী নিয়ে লেখা, অথবা এই গানটার গায়কের বোধহয় গানের সাথে আত্মিক যোগ আছে..... ইত্যাদি ইত্যাদি। অন্যদের কথা জানি না, তবে আমার এরকম মনে হয়। কিছু কিছু গানে মিউজিক আর লিরিকের বেশি কিছু জিনিস থাকে। তেমনই একটা গান (আমার খুব প্রিয়) রিচার্ড মার্ক্সের Hazard. গানটা শোনার পর আমি দেখলাম গানটা খুব দরদ দিয়ে গাওয়া, সুতরাং অল্পদিনের মধ্যে লিরিকটা বের করে নিলাম- গানটা আরো ভালো লেগে গেল।

সব গানে গল্প থাকে না। এদিক থেকে এই গানটা একটু ব্যতিক্রম। এতে ঠিক, তোমাকে ভালবাসি, তোমার জন্য দিওয়ানা, তুমি কষ্ট দিলে....এইসব টাইপের কোন কথা নেই। গানটা একজনের জবানবন্দী। সেটা কেমন তা বলার আগে লিরিকটাই তুলে দেই।

Hazard My mother came to Hazard when i was just seven Even then the folks in town said with predjudiced eyes That boy's not right. Three years ago when i came to know mary, First time that someone looked beyond the rumors and the lies, And saw the man inside. We used to walk down by the river, She loved to watch the sun go down, We used to walk along the river, And dream our way out of this town. No one understood what i felt for mary, No one cared until the night she went out walking alone And never came home, Man with a badge came knocking next morning, Here was i surrounded by a thousand fingers suddenly; Pointed right at me. I swear i left her by the river. I swear i left her safe and sound. I need to make it to the river. And leave this old nebraska town. I think about my life gone by And how it's done me wrong, There's no escape for me this time All of my rescues are gone, long gone. I swear i left her by the river I swear i left her safe and sound I need to make it to the river And leave this old nebraska town. এবার আসা যাক গানের গল্পে। গল্প সাধারণ। এক ছেলে (যে কিনা এই গানের কথক) তার জীবনের কাহিনী বর্ণনা করছে। প্রথমেই থমকে যেতে হয়। কাহিনী এমন- কথকের মা Hazard এ এসেছিলেন যখন তার বয়স সবে সাত।

একেবারে ছোট থাকা সত্বেও শহরের লোকেরা তাকে নিয়ে কানাঘুষা করত, তার নাকি কি সমস্যা আছে‍! সেই সাত বছর বয়স থেকেই সে শহরে একঘরে এবং সবার সন্দেহের শিকার। বছর তিনেক আগে তার মেরীর সাথে পরিচয়, প্রথম ব্যক্তি যে গুজব আর মিথ্যার আড়ালের মানুষটার দিকে তাকাল। মেরীর সাথে তার বেশ একটা বন্ধুত্ব কিংবা প্রেম, যাই হোক, গড়ে উঠল। তারা একসাথে নদীর ধারে ঘুরতে যেত আর এই শহর ছেড়ে একদিন দূরে কোথাও আস্তানা গাড়ার স্বপ্ন দেখত। মেরী সূর্যাস্ত দেখতে ভালবাসত........ কেউই তার (কথকের) মেরীর প্রতি অনুভূতি অথবা তাদের সম্পর্ক নিয়ে মাথা ঘামায়নি।

কিন্তু সবার নজর তার উপর পড়ল যেদিন রাতে মেরী একা হাঁটতে বেরোল এবং আর ফিরে এল না। পরদিন সকালে পুলিশ দরজায় কড়া নাড়ল। শহরের সব লোকের সন্দেহের আঙ্গুল উঠল তারই দিকে। এই জায়গায় এসে সে শপথ করে বলছে যে সে মেরীকে নদীর ধারে রেখে এসেছিল এবং তাকে সুস্থ স্বাভাবিক অবস্থায়ই রেখে এসেছে। এরপর সে বলেছে, তার নদীর তীরে আবার যাওয়া দরকার, আর দরকার এই নেব্রাস্কা শহরটা ছেড়ে যাওয়া।

.............................. এই হল গান। কিন্তু কিছু জায়গা একটু উল্টাপাল্টা লাগল। যেমন- 'My mother came to Hazard when i was just seven'- খটকা লেগে যায়! মা কি হ্যাজারড,মানে ক্ষতি করতে পারে তার নিজের ছেলের, যার কারণে শহরের লোকেরা একটা সাত বছরের ছেলেকে সন্দেহের চোখে দেখবে? শুরু হল গবেষণা!!! গুগলে সার্চ দিয়ে দেখলাম তাজ্জব ব্যাপার!! এই গানের অর্থ উদ্ধারের উপরও বেশ কতগুলো সাইট রয়েছে (পাবলিক পাগল কত প্রকারের!)। কিছু সাইট থেকে বিষয় উদ্ধার হল এই- Hazard Nebraska হল একটা শহরের নাম। কোন এক সময় কোন এক কাজে গানের গায়ক এবং গীতিকার রিচার্ড মার্কসকে এই অদ্ভুত নামের শহরটাতে যেতে হয়েছিল।

শহরের নামটা নাকি তার বেশ পছন্দ হয়েছিল। ফিরে আসার বেশ পরে এই গানটা লেখা হয়। গানটার অর্থ নিয়ে বিতর্কও নিতান্ত কম না। গানটার সবচেয়ে মজার দিক হল এতে দ্ব্যর্থবোধক কিছু শব্দ ব্যবহার করে গানটার অর্থকে কনফিউজিং করে দেয়া হয়েছে! যেমন গানের শুরুতে mother came to Hazard দিয়ে। কথাটার অর্থ দু'রকম করা যায়।

H টাকে ক্যাপিটাল লেটারে লিখলে এক অর্থ আর স্মল লেটারে লিখলে আরেক অর্থ দাঁড়িয়ে যায়! যদি ক্যাপিটাল লেটারে লেখা হয় তাহলে সেটা হয়ে যায় একটা প্রপার নাউন-একটা জায়গার নাম। আর অন্যভাবে অর্থকে বলা যায় এমন- কথকের মা তার "ক্ষতি" করতে এসেছিল, যখন তার বয়স সবে সাত। আবার গানে কথকের জবানীতে কিছু ফাঁক রয়েছে। প্রথমে সে বলছে-"she went out walking alone And never came home" কিন্তু পরেই সে আবার বলছে-"I swear i left her by the river". একবার সে বলছে মেরী রাতে একা হাঁটতে গিয়েছিল, আবার বলছে-'আমি তাকে নদীর ধারে রেখে এসেছি। ' অর্থাৎ আইনজীবীর দৃষ্টিকোণ থেকে দেখলে সে মিথ্যা বলছে! এই গানের অর্থ নিয়ে হালকা তর্কাতর্কি দেখলাম একটা সাইটে।

বেশিরভাগের মতে, গানের অর্থ সেই সাদাসিধে গল্প, যেটা কথক বলছে তা-ই, সে মিথ্যা অপবাদের স্বীকার, সে মেরীর কিছু করেনি... ইত্যাদি। কিন্তু দু'একটা মতামত দেখা গেল ভিন্ন! একজন বলেছে, 'তার মা তার ক্ষতি করতে এসেছিল'- একথা বলে সে নিজের সাফাই গাইছে, সে তার মাকে আসলেই 'কিছু' করেছিল যার কারণে শহরের লোকেরা তাকে এড়িয়ে চলত। আর সে মিথ্যা বলছে যেহেতু, ধরে নেয়া যায় মেরীর অন্তর্ধানটাও তারই দোষে। অর্থাৎ শহরের লোকেরাই ঠিক, ছেলেটার কিছু সমস্যা আছে! ................................................. সবচেয়ে মজার ব্যাপার হল গানের যে গীতিকার, সেই রিচার্ড মার্ক্সকে এই বিষয়ে কিছু জিজ্ঞেস করলে তিনি কোন বিশেষ উত্তর দেন না, তিনি কেবল বলেন,'forget it man!' এই রহস্য করাটার যে কি মানে তা হয়ত গানের লেখকই ভালো জানে! ............................................. রিচার্ড মার্ক্সের কয়েকটা বিখ্যাত উক্তি তুলে দিলে বোধহয় তার এই 'forget it man!' মনোভাবটা বোঝা যাবে!! ...................................... "I love when people get songs wrong. I love when people take something from a song that's totally not what I intended!" (কামডা ঠিক না আমার মত পাবলিক যারা কিনা কাহিনী উদ্ঘাটনে অতি আগ্রহী তাদের জন্য এটা খুব খারাপ কথা) "People take songs so literally. " (কি জানি, আমি বোধহয় সেটাই করেছি) "When things are too easy I lose interest in them so I find ways to complicate them to get myself interested." (এর নাম হইল "জট্টিল!" নিজেকে ইন্টারেস্টেড বানানোর জন্য এইসব কাম আর আমার মত আক্ম্মা পাবলিক গবেষণা করে মরে, এইজন্য ওয়েব সাইট খুলে বসে, রাত জেগে মশার কামড় খেয়ে ব্লগ লেখে) **ভাবছি, ব্লগ লেখা বাদ দিয়ে এই রকম গান লেখা শুরু করব!!** ................................................ গানের ভিডিওর লিংক দিয়ে দিই। তবে আমার মনে হয় জটিল গানগুলোর ভিডিও দেখলে গানের অর্থ সম্পর্কে কেবল ভুল ধারণাই হয়, আর গানের গুরুত্বও বোধহয় কমে যায়।

http://www.youtube.com/watch?v=YgJffiGHz7M

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.