আমাদের কথা খুঁজে নিন

   

রূপাকে মনে পড়ে.....



আজ কেন যেন রূপাকে খুব মনে পড়ছে। শালার ভাবছিলাম নস্টালজিক হাবিজাবি লিখে মন খারাপ করবো না। কিন্তু এইসব ছুটির দিনে কেন যে রূপাকে মনে পড়ে গেল.... .. .. সেই ক্লাস ইলেভেনের কথা.. এস এস সির লম্বা ছুটির পর আর ক্যাডেট কলেজে ফিরে যেতে ইচ্ছে করছিলো না। তখন আমি পুরোপুরি বোহেমিয়ান। সারাদিন অঞ্জনের গান শুনি।

মোবাইলে ঊনত্রিশ পয়সা নিয়ে মাস পার করে ফেলি। হিমুর অদ্ভুত জীবনযাত্রায় কনফিউজড হয়ে হিমু হবার চেষ্টা করি। তো এরকম সময়ে যা হবার তাই হলো, মাথার ভেতরে পুরোপুরি হিমু ঢুকে গেল। বলা চলে হিমুর পরিবর্তে 'রূপা' শেকড়ের মতো মাথার ভেতরে বসে গেল। দেখতে দেখতে ছুটি শেষ।

কলেজে চলে গেলাম। প্রথম দুই সপ্তাহ যেন ছুটির গল্প করতে করতেই শেষ হয়ে গেল। এমন সময় হঠাৎ করেই ফারূক এক অদ্ভুত প্রপোজাল দিয়ে ফেলল। আমার দুজন খুউব বন্ধু ছিল। ওরা ছিলো গার্লস ক্যাডেট কলেজের।

আর ফারূকের ছিল একজোড়া সিভিল ফ্রেন্ড। তারপর---- সেই দুজন সিভিল ফ্রেন্ডের একজনের নাম ছিল রূপা। ---রূপা???--- হ্যা রূপা....... তো রূপার সাথে কিভাবে কিভাবে যেন যোগাযোগ হয়ে গেল। তারপর প্যারেন্টস্ ডে তে আব্বুর মোবাইলের ব্যালান্স শূন্য হতে লাগল---- হলমার্কের কার্ড আর নক্সী প্যাডের চাহিদা হঠাৎ করেই বেড়ে গেল------ আর রাত জেগে জেগে চোখের নীচে কালি পড়তে শুরু করলো...... ............(আবার মন খারাপ হলে চলতে পারে) ----- ভালো থেক রূপা----

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.