আমাদের কথা খুঁজে নিন

   

ইনডিয়ায় কৃষিতে আইটি রিভলিউশন



স্বামীনাথান ১৯৬০ সালে ইনডিয়ায় সবুজ বিপ্লবের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ইনডিয়ায় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে যাদের ভূমিকা রয়েছে তাদের মধ্যে তিনি অন্যতম। তৎকালীন সময়ে আধুনিক প্রযুক্তি খাটিয়ে ইনডিয়ার কৃষিতে সবুজ বিপ্লব ঘটিয়েছেন। বর্তমানে কৃষি খাতকে আইটির আওতায় আনার জন্যও কাজ করছেন। ইনডিয়া রুরাল পাওয়ার অনলাইন তৈরি করছে, যার মধ্যে থাকবে মোবাইল ফোন, রিসোর্স সেন্টার, ইনফরমেশন কিওসকস (সামিয়ানা) যা ইনডিয়ার স্যাটেলাইট স্পেস রিসার্স সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত হবে।

জ্ঞান বিপ্লবের জন্য তিনি ইনডিয়ার সব মানুষের জন্য যতো দ্রুত সম্ভব ইন্টারনেটের সঙ্গে সংযোগ ঘটাতে চান। তিনি বলেন, সবুজ বিপ্লব গম ও ধানের উৎপাদন বাড়িয়ে দিয়েছে। কিন্তু জ্ঞানের বিপ্লব যা আমরা শুরু করেছি তা সব দিকে ত্রিমাত্রিক উৎপাদন বাড়িয়ে দেবে। তার ধারণা, প্রযুক্তি জ্ঞান ও ‘ফ্রি-লেভেল করাÑ কিভাবে’ এ দুয়ের মধ্যে সংযোগ স্থাপন করবে আইটি টেকনলজি। ইনডিয়ায় আইটি বিপ্লবে বিউরোক্রটসদের কোনো ভূমিকা নেই বলে তিনি দাবি করেন, যা ১৯৬০ সালে সবুজ বিপ্লবের সময়ও ঘটেছিল।

আমরা কৃষকদের শুধু বীজ ও টেকনলজি দিয়েছিলাম, যা তারা কাজে লাগিয়েছে। একইভাবে আইটি হচ্ছে খুবই সম্ভাবনাময়ী খাত, যেখানে মানুষের ক্ষমতায়নের হাজারো পথ রয়েছে। আমরা শুধু তাদের পথটা দেখিয়ে দিতে পারি কিন্তু সরকারকে তা বাড়িয়ে তুলতে হবে। তিনি আরো বলেন স্বাস্থ্য, ঐওঠ/অরফং, যক্ষ্মা এমনকি খাদ্যের অভাবসহ আরো অনেক সমস্যা সমাধান করা সম্ভব যেমন : শিক্ষা, জ্ঞান ও ইসপাওয়ার মেন্টের মাধ্যমে যা সঠিক সময় সঠিক স্থানে ডায়নামিক ইনফরমেশন দেবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।