আমাদের কথা খুঁজে নিন

   

নাস্তিকের মনস্তাত্ত্বিক ব্যবচ্ছেদ........................... ভুমিকার পূর্বে

সখা, নয়নে শুধু জানাবে প্রেম, নীরবে দিবে প্রাণ, রচিয়া ললিতমধুর বাণী আড়ালে গাবে গান। গোপনে তুলিয়া কুসুম গাঁথিয়া রেখে যাবে মালাগাছি। এই ব্লগের©শান্তির দেবদূত।

নাস্তিক্যবাদ কি কোন ধর্ম ? যদি ধর্ম হয় তবে কি এর কোন প্রবর্তক, প্রচারক এবং গ্রন্থ আছে ? মানুষ কেন নাস্তিক হয় ? নাস্তিক্যবাদ কি সত্যি মানব ধর্মের কথা বলে ? অন্যান্য ধর্মের মত নাস্তিক্যবাদও কি দল, উপদলে বিভক্ত ? নাস্তিক ও আস্তিকের সীমারেখা কোথায় ? নাস্তিকতা কি পৃথিবীর সকল মানুষকে এক ছাতার নিচে আনতে সক্ষম একটি মতবাদ ? নাস্তিক্যবাদেও কি মৌলবাদ আছে ? ডারউইনিজমের সাথে এর কি সম্পর্ক ? ইহা কি আধুনিক বিজ্ঞান দ্বারা আবিস্কৃত বা সর্মথিত মতবাদ ? এই মতবাদ কি সত্যি সাম্য এবং শান্তির কথা বলে, প্রচার করে ও পরিচর্চা করে ? ইতিহাস কি বলে এই ব্যাপারে ? ------------------ যখন নাস্তিক ছিলাম তখন অন্ধ নাস্তিক ছিলাম, তাই এমন একটা প্রশ্নও মাথায় আসেনি ! আজ চক্ষুস্মান আস্তিক হয়ে এমন হাজারটা প্রশ্ন মাথায় উঁকি মারছে !! নাস্তিকরা আল্লাহ খোদায় বিশ্বাস করেনা আমরা সাধারনত এইটুকুই জানি। তাই আরও জানতে ও জানাতে আমার এই "নাস্তিকের মনস্তাত্ত্বিক ব্যাবচ্ছেদ" সিরিজ শুরু করলাম। আপনাদের জ্ঞ্যানগর্ভ আলোচনা সমালোচনা আশা করছি । আমি এই বিজ্ঞান ভিক্তিক উদ্ভাবনির যাত্রা শুরু করেছিলাম আমার নাস্তিক্যবাদকে সুপ্রতিষ্ঠিত করার উদ্দ্যেশে।কিন্তু তা আজ নৈতিকতা ও অন্যান্য ব্যাপারে ব্যর্থতায় পর্যবেশিত যা আমাকে ঈশ্বরের অস্তিত্যবাদে বিশ্বাসী হতে বাধ্য করছে। ঈশ্বরের অস্তিত্যের উপর বিশ্বাস এখন অবিশ্বাস থেকে বেশি যুক্তিযুক্ত মনে হচ্ছে -- Dr. Francis S. Collins , Head of Human Genome Project USA

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।