আমাদের কথা খুঁজে নিন

   

এই দিনে আমি আমার ভালবাসাকে পেলাম।

একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার

আজ ১৪ই ফেব্রুয়ারী। ভালবাসা দিবস। এই পৃথিবীর সব মানুষকে আজ জানাই শুভেচ্ছা। বেশ কযেক বছর আগে আমি আমার ভালবাসা খুঁজে পেয়েছিলাম। আমি তাকে প্রথম প্রোপজ করেছিলাম।

তার কাছ থেকে পজেটিভ উত্তর পেলাম। সেদিন অনেকক্ষন ফোনে আলাপ করলাম। প্রথম কোন মেয়ের সাথে এভাবে ফোনে ভালবাসার কথা বলা। তখন ভাবতেই শিহরিত হয়েছিলাম। সেও খুব এক্সাইটেড ছিল।

এভাবে অনেকদিন প্রেম তারপর, অনেক চড়াই উৎরাই পেরিয়ে বিয়ে। প্রেমের পরিনতি বিয়ে। এখন আল্লাহর অশেষ রহমতে আর আপনাদের দোয়ায় সুখের সংসার। আল্লাহ অনেক ভাল রেখেছেন। আমি আমার বুকে হাত দিয়ে বলতে পারি আমি সুখী।

ঠিক তেমনি আমার স্ত্রীও। এই সুখ পাওয়াটা আসলেই খুব কঠিন ব্যাপার। কিন্তু আমি এই সুখ পেয়েছি। শুকরিয়া আদায় করি সৃষ্টিকর্তার কাছে। আমরা জীবনের বিশেষ বিশেষ দিন গুলো বিশেষ ভাবে পালন করি।

আমাদের প্রথম দেখা হয়েছিল ১১ই ফেব্রুয়ারী। আর তাকে আমার ভালবাসার কথা জানিয়েছিলাম ১৪ই ফেব্রুয়ারী। আপনাদের দোয়া চাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।