একটি ভীষণ না থাকাকে সঙ্গে নিয়ে প্রতি রাতে ঘুমাতে যাই
এই সব ভালোবাসা-বাসির জন্য আলাদা একটা দিনের কথা ভাবলে আমার খুব হাসি পায়। এই দিনটাতে মানুষ কি না করে! ৫০০ টাকা দিয়ে হলমার্ক থেকে কার্ড কিনে। প্রিয়জনের জন্য দামি দামি বিদেশী চকলেট এর সাথে বিদেশী ফুল। তারপর? অন্ধকারাচ্ছন্ন রেস্টুরেন্টে বসে ভাজ খোলা আর আনন্দ দেখা।
অথচ আমরা ভুলে যাই আমরা যখন বুফেতে বসে লোভনীয় সব খাবার নস্ট করি তখন আমাদেরই কোনো এক ভাই ডাস্টবিনে এক টুকরো রুটি পাগলের মত খুজেঁ বেড়ায়।
আমাদের দামি ফুলগুলো যখন সি.এন.জির পিছনে অবহেলায় পড়ে থাকে তখন আমাদেরই কোনো এক বোন একবেলার খাবার যোগার করতে আমাদের হাতে সে ফুলগুলো জোর করে তুলে দিতে চায়। ৭ দিন পরপর নতুন জামা কিনার কথা আমাদের মনে থাকে কিন্তু পুরাতন জামাগুলো কাজের ছেলেটিকে দিতে বেমালুম ভুলে যাই।
আর কত বলবো? এভাবে হাজার হাজার লাইন লিখে সমাজের বাহ্বা পাওয়া যায়। কিন্তু তাতে কার কি আসে যায়?
১৪ ফেব্রুয়ারী বা ভেলেনটাইন ডে কোনো ব্যপার না। যাকে ভালোবাসা যায় তাকে ৩৬৫ দিনই ভালোবাসা যায়।
আসুন, আমরা এই ভালোবাসাটাকে নির্দিষ্ট একজনের মাঝে আটকায় না রেখে সবার মাঝে ছড়িয়ে দেই। আপনার সামান্য একটুকরো হাসি তাদের কাছে বিদেশী কার্ড বা চকলেটের চেয়ে অনেক বেশী দামি।
ভালবাসা হোক সবার জন্য....
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।