আমাদের কথা খুঁজে নিন

   

আষ্টে পৃষ্ঠে বাধা আমায় চেয়েও না রাধা আমি নই শ্যাম ; হারিয়েছি বাশিখানা হয়ে গেছি তালকানা ভুলে গেছি নাম

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

ফাগুনের আগুন রাঙা পলাশের চেয়ে আর বেশী প্রেম দেয় কি তুলতুলে ভেলভেটের রক্তিম তুলোর হার্ট ? আমায় দেয় না । এক সময় ভালোবাসার জন্য বিশ্ব সংসার তন্নতন্ন করে খুজে ফিরেছি লাল পদ্ম; খুজে ফিরেছি একটুকরো লাল কাপড় দুরন্ত ষাড়ের চোখে বাধব ।বাধা হয়নি । ষাড়ের চোখ বাধার আগেই আমার চোখ বেধে ফেলেছে আর আজ সাতপাকেও বাধা পড়ে গেছি ; কিন্তু তাই বলে কি বিশ্ব সংসারে কেউ খোজেনা কিছু?? কেউ কি মুখিয়ে থাকবে ভালো বাসার জন্য একটিদিন ?? কেউ অপেক্ষায় থাকে ফাগুনের ?? থাকে হয়তো থাকে... যেমন কোকিল !! কিন্তু ভালোবাসার জন্য ; ভালো থাকার জন্য একটি দিন ?? না তা নয়; কিন্তু তারপরও সেই একটি দিনকেই বলিঃ ভালোবাসি সবাইকে ভালোবাসা দিবসের ভালোবাসা । আর রাধাদের বলিঃ আষ্টে পৃষ্ঠে বাধা আমায় চেয়েও না রাধা আমি নই শ্যাম হারিয়েছি বাশিখানা হয়ে গেছি তালকানা ভুলে গেছি নাম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।