আমাদের কথা খুঁজে নিন

   

আহা আজি এ বসন্তে

এই পৃথিবীর সব কিছুই পাতানো, কলকাঠি নাড়ছে....... একজন; শুধুই একজন।

আহা, আজি এ বসন্তে এত ফুল ফুটে, এত বাশিঁ বাজে, এত পাখি গায় আহা, আজি এ বসন্তে.................... সখীর হৃদয় কুসুম কোমল_ কার অনাদরে আজি ঝরে যায়! কেন কাছে 'আস'- কেন মিছে 'হাস', কাছে যে আসিত সে তো আসিতে না চায়। আহা, আজি এ বসন্তে এত ফুল ফুটে, এত বাশিঁ বাজে, এত পাখি গায় আহা, আজি এ বসন্তে.................... সুখে আছে যারা সুখে থাক তারা, সুখের বসন্ত সুখে হোক সারা_ দুখিনী নারীর নয়নের নীর সুখীজনে যেন দেখিতে না পায় তারা দেখেও দেখে না, তারা বুঝেও বোঝে না, তারা ফিরেও না চায়। আহা, আজি এ বসন্তে এত ফুল ফুটে, এত বাশিঁ বাজে, এত পাখি গায় আহা, আজি এ বসন্তে.................... সব্বাই-কে বসন্তের ফুলেল শুভেচ্ছা


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।