সময়, কবিতা, ছোটগল্প, দেশ, দেশাচার
বাংলাদেশ থেকে পাকি বাহিনীর হত্যা, ধর্ষন ও পাশবিক অত্যাচারের ভয়ে প্রতিবেশী দেশ ভারতে পালিয়েছে লাখো লাখো মানুষ। পল্লব মুনতাকার মহামানব (আমাদের মহাদানব) গো আজম তাতেও নাখোশ হয়েছেন। কিছু মানুষ যে এই অমানবিক পরিস্থিতি থেকে তার হাতের নাগালের বাইরে থাকবে, এটাও ওনার পছন্দ হয়নি। না হবারই কথা। ধর্মের নামে নাজের ভাই বোনের রক্তের স্বাদও নেশা ধরায়। পাক প্রভুদের মনোতুষ্টির জন্যে তার ও তার রাজাকার বাহিনীর হত্যার নেশা ছিল একটাই ভয়ঙ্কর।
তারপরও এই মহাদানবকে মহামানব বলবে কারা? তারা-, যারা নিজেরাই মহাদানব। তাদের সাথে সহাবস্থান? না, না, কখনোই না!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।