আমাদের কথা খুঁজে নিন

   

হ্যাক এন্ড ক্র্যাক: উইন্ডোজ এক্সপি ও ২০০০ এর এডমিন পাসওয়ার্ড ভুলে গিয়েছেন?

© ২০০৬ - ২০১১ ত্রিভুজ

এমনটা অনেকেরই হয় যে এই মাত্র উইন্ডোজ এক্সপি বা উইন্ডোজ ২০০০ সেটাপ করে লগইন করতে গিয়ে দেখলেন পাসওয়ার্ড কাজ করছে না। সেটাপের পাসওয়ার্ড দেয়ার সময় অন্যমনস্ক থাকার কারনে এটি হতেই পারে...! কিন্তু কি করবেন এক্ষেত্রে? আপনাকে এই বিপদ থেকে রক্ষা করার জন্যই ছোট একটা টিপস দিচ্ছি। আবার নতুন করে সেটাপ না দেয়ার আগে চেষ্টা করে দেখতে পারেন- আপনার পার্টিশন যদি NTFS না হয়ে FAT32 হয় তাহলে- ১) একটি উইন্ডোজ ৯৮ এর বুট ডিস্ক দিয়ে পিসি বুট করুন ২) ডস কমান্ড দিয়ে উইন্ডোজ যে ড্রাইভে সেটাপ করা হয়েছে সেখানে চলে যান উদাহরণ: উইন্ডোজ ২০০০ এর জন্য- ক) কমান্ড: cd C:\WINNT\system32\config খ) কমান্ড: attrib -s -h -r sam গ) কমান্ড: del sam উইন্ডোজ এক্সপি'র জন্য- ক) কমান্ড: cd C:\WINDOWS\system32\config খ) কমান্ড: attrib -s -h -r sam গ) কমান্ড: del sam (ধরে নেয়া হয়েছে আপনি ড্রাইভে আপনার অপারেটিং সিষ্টেম সেটাপ করেছেন) আপনার পার্টিশন যদি FAT32 না হয়ে NTFS হয় তাহলে- ১) আপনার পিসির হার্ডডিক্সটি খুলে অন্য একটি পিসিতে লাগিয়ে নিন ২) নিচের লোকেশনে চলে যান- উইন্ডোজ ২০০০: C:\WINNT\system32\config or উইন্ডোজ এক্সপি: C:\WINDOWS\system32\config ৩) sam ফাইলটি ডিলিট করে দিন বা রিনেম করে দিন। পিসি রিষ্টার্ট করুন......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.