যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
বার্ডফ্লুর সিমটমগুলো ওয়েবে ঘেটে সাধারণই মনে হচ্ছে যদিও এর নাকি তিনধরণ। এ ও বি কঠিনতম যা মারাত্মক সমস্যা তৈরী করতে পারে। তবে সি অপেক্ষাকৃত কমহানিকর। তবে ফ্লু মানুষের শরীর থেকে অন্য মানুষে সংক্রমিত হবার একটা স্টেজ রয়েছে, সেটা যদি হয় তবে নিশ্চিত একটা মহামারীর দ্বারপ্রান্তে মনুষ্যজাতি। যে সিমটমগুলো জানা গেল তা হচ্ছে, জ্বর, গলাব্যাথা, মাসেল ব্যাথা, মাথা ব্যাথা, অবসন্নতা/দূর্বলতা, চোখ ওঠা, শ্বাসকষ্ট, বুকে ব্যাথা। তবে সবচেয়ে ভয়ংকর কথা হচ্ছে এই সিমটম দেখেই এভিয়ান ইনফ্লুয়েঞ্জা নিরুপন করা সম্ভব নয়, এর জন্য ল্যাবরেটরী টেস্ট দরকার। যা আবার সহজসাধ্য নয় এবং এর জন্য বেশ সময়ও দরকার। নাকের সর্দি অথবা গলার ভেতর থেকে পানি নিয়ে প্রাথমিক পরীক্ষাটা করা হয়। এসময়ে নাকি সর্দি-কাশিও বেড়ে যেতে পারে। সব্বোনাশ! আমার নাকে মেলা পানি জমেছে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।