জীবন আসলে চিল্লাপাল্লা ছাড়া কিছুই না। সেটাই করতে চাই, মনের সুখে, ইচ্ছা মতন।
আমার কিছু অতি প্রিয় প্রিয় মানুষজন, প্রিয় প্রিয় কিছু পেজ গতকাল থেকে দেখছি নিঃস্বার্থ ভালোবাসা What is love মুভিটাকে IMDb তে রেটিং ১০ এ ১০ দেয়ার জন্য আহ্বান করছেন। তারা বলছেন এতে নাকি দেশের গর্ব হবে, দেশের মান বাড়বে।
হুম, এতে দেশের মান বাড়বে কিনা জানি না, তবে নাম বাড়বে।
যেমন আমাদের এলাকায় একজন ল্যাংটা মামা থাকেন, উনার কোন ঘর বাড়ি নাই। সারাদিন নেংটা হয়ে রাস্থায় ঘুরেন। উনাকে এলাকার সবাই চিনেন, উনার "ল্যাংটা মামা" নামটা সবাই জানেন। এতে কি উনার সুনাম বেড়েছে কিনা সেটা অবশ্য প্রশ্ন সাপেক্ষ।
আমার পাশের বাসায় একজন মুরুব্বী আছেন, যার কাছে আমি আমার জীবনের সবচেয়ে বড় ব্যক্তিগত লাইব্রেরীটা দেখেছি।
অগুন্তি বইয়ের কালেকশন তার, প্রচুর জানাশোনা। কিন্তু, আমি শিউর; আমার ফ্যামিলির অনেকেই তার নামটাও হয়তো জানে না। কেও কেও তার নামটা জানলেও, তার কাছে যে এত রত্ন আছে সেটার খোঁজ যে আমি ছাড়া আমার বাসার অন্য কেও জানেনা সেটা আমি শিউর। এতো গেল আমার বাসার কথা, তার সাথে জানাশোনা মানুষের অনুপাত সারা এলাকায় এর ব্যতিক্রম কিছুই হবে না।
এখন যদি এলাকার পরিচিতি বাড়ানোর জন্য ঐ বই পাগল আঙ্কেল্কে বাদ দিয়ে ল্যাংটা মামাকে প্রমোট করার জন্য সবাই উঠে পরে লাগে তাহলে আর বলার কিছু থাকে না।
আমার কাছে নিঃস্বার্থ ভালবারসার ব্যাপারটা ঠিক তেমনি ঠেকছে। আপনার মতে যদি মুভিটাতে কোন দুর্বলতা না থাকে তাহলে একে ১০/১০ রেটিং দিয়ে আসুন আমার কোন আপত্তি নাই। কিন্তু যদি মুভিটা নিখুঁত না হলেও ১০/ ১০ দিয়ে আসেন তাহলে ভবিষ্যতে যখন বিদেশের কোন দর্শক ভালো রেটিঙ্গের বাংলা মুভি খোঁজ করবে তখন তারা "মাটির ময়না", "চোরাবালি", "গেরিলা", "ঘেটুপুত্র কমলা"দের খোঁজে পাবে না। পাবে নিঃস্বার্থ ভালোবাসা What is loveকে । রেটিং দেয়ার আগে প্লিজ আরেকবার চিন্তা করে দেখুন, এতে আপনার দেশের সুনাম হবে? নাকি অন্য কিছু?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।