আমাদের কথা খুঁজে নিন

   

এত মাথা, এলো মাথা, আজব কিছু মাথা, মাথা খারাপ, সব মাথা।

আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে

মাথা খুটে মরছে মাথারা মাথাদের আকাশ-মাথা প্রাসাদের চরণ অঙ্গুলি-মাথায়। মানবতার মাথায় পুরুস্কারের তাজ যে পৃথিবীতে সে ধরণীরই কিছু মাথা, মাথা গোঁজার ঠাই হাতায় মহানগরের এ মাথায় সে মাথায়, আকাশ মাথায় নিয়ে কিছু অমাথা তিন রাস্তায় মাথায় ইটের উপর মাথা রাখে। কারও সুরক্ষিত ছাতার নিচে মাথা, কাঁক - ঢালে ফাঁকা পেয়ে অরক্ষিত কিছু মাথা, কারও দেশের, দশের ব্যাথায় ব্যথিত মাথা কেউ কেউ কাঠাল ভাঙ্গার জন্য ব্যবহারে মানচিত্রের মাথা, তারপর মাথায় নিয়ে দূর্নীতির বোঝা, কেউ কেউ করতে পারে না সোজা মাথা। কারও কারও মাথায় আকাশ ভেঙ্গে পড়ছে, দ্রব্যমুল্যের টানাহেচড়ায়। কেউ কেউ মাথা ঘুরায়ে ঢলে পড়ছে বাজার দরের আগুন ছোঁয়ায়।

মাথা গোল হয়ে অনেকে শান্তিতে বাস করছে পাবনায়। কেউ কেউ পা গোল হয়ে মাথার অজুহাতে ঘুরে মরছে মহানগরীর রাস্তায়, ওভারব্রীজের মাথায়। পোলের মাথায় তারের মাথায় আটকে আছে জীবনের ঘুড়ি, বিদ্যুৎ স্পর্শ খেয়ে মাথা নাচিয়ে ছিটকে পড়ছে ভিখিরীর মাথায়। কিছু মাথা অগোচরে গুলিয়ে ফেলছে বাঁচা। না বাঁচার মত বেঁচে থাকে নষ্ট কিছু মাথা।

কিছু গাছের মাথার পাতা। কিছু গোবর মাথা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।