আমাদের কথা খুঁজে নিন

   

না প্রেম, না দ্রোহ



তোমার সাথে যে আমার কি সম্পর্ক বুঝে উঠতে পারি নি আজো না প্রেম, না দ্রোহ মুখে প্রেমের কথা বলো সারাক্ষণ তবে প্রেমের পরাগ ঝরতে দেখিনি কখনো ওই অন্তর থেকে মাঝে মাঝে কলঙ্ক ঢাকতে দ্রোহ দেখাও তবে দ্রোহের দাবানল জ্বলতে দেখিনি কখনো ওই চোখে আসলে কোন্ সম্পর্কে সাঙ্গ হচ্ছি সঙ্গোপনে কোন্ বিষবৃক্ষে পরগাছা হয়ে জড়িয়ে থাকছি ক্ষণে ক্ষণে নিজেই বুঝি না। তোমার কপালে চন্দ্র দেখি না নীল চোখে আর আকাশ দেখি না দেখি না কোনো গ্রহ তোমার প্রকৃতি বোঝা বড় দায় না প্রেম, না দ্রোহ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।