জ্বলে উঠার অপেক্ষায় নিভু নিভু প্রদীপ।
হ্যালো মিতু.. কেমন আছ?
-- ভাল। তুমি?
হুমম...
--থাক্... বলতে হবে না।
তুমি বলবে 'এইতো'...।
যদি বলি কষ্টে আছি?
-- কেন?
তুমি বুঝবে না।
-- বুঝি বা না বুঝি, তুমি
বলতে পারো নির্দ্বিধায়।
আমি কষ্ট দিতে জানি না,
তবে, কষ্ট পেতে পারি,
মেঘ হয়ে জমায়,
বৃষ্টি হয়ে ঝরায়,
সবার থেকে কষ্ট পেতে
ইচ্ছে এই ধরা'য়।
তাই তোমার কষ্টগুলো
দিতে পারো কি আমায়...?
দিলাম তবে,
তারপর, শুনি কি হবে?
-- কোন সুন্দর সকালে
দেখিবে চোখ মেলে,
তোমার চাঁপা কষ্টগুলো
গেছে হারিয়ে...
অজানা সুখের উষ্ণতা
শুষে নিয়েছে তোমার অশ্রু
ঘুমহীন রাত বিদায় নিয়ে
করেছে নতুন দিনের সূচনা।
কষ্টের কথা বাদ।
জীবনের কথা বলো...
-- আচ্ছা, স্বপ্নের কথা বলি তবে ...
'স্বপ্নের মাঝে বেঁধেছি ঘর,
স্বপ্নে বুনেছি আশা...'
'স্বপ্ন- শুধু স্বপ্ন জন্ম-লয়,
তোমার মাঝে সব সময়।
পৃথিবীর কঠিন বাস্তবতায়
এসব স্বপ্নেরা হারিয়ে যায়। '
-- তোমার প্রতি অনুরোধ
'ভুলে যাও ব্যথা,
বাস্তবতা সকল সময়,
কেননা স্বপ্নের জগৎ
চিরদিন'ই রয়। '
স্বপ্নের কথা বাদ।
জীবনের কথা বলি...
'ভালো লাগে সেসব সময়
যখন তুমি আর আমি
দু'জনে মিলে একজন
যেন একটা হলুদ ডানার পাখি। '
-- পাঁচ পাঁচটা বছরে
একটু ও বদলাওনি তুমি।
তোমাকে মনে পড়ে হুবহু সেই
নদীর মত যার মোহনা নেই,
কথা বলো এখনো
সেই কাব্য-কবিতার ভাষায়,
আর কোন কথা কি নেই?
'আমার যত কথা ছিল
বলেছি ঐ সন্ধ্যাতারা'কে
জেনেছে চার দেয়াল,
দেয়ালের টিকটিকি,
ঘরের কোণের মাকড়সা।
জানে আমার হাত
যে হাতে লিখেছি অজস্র কবিতা।
জানে আমার আঁখি
যেখানে বয়ে গেছে শ্রাবণ
সহস্র বছর ধরে। '
সে কি জানে...
যার জন্যে বলেছি সব
গেয়েছি গান যার তরে?
-- আচ্ছা,
কথাগুলো বলো নি কেন
ভোরের পাখিদের,
জানাও নি কেন রাত-জোনাকী'দের
কেন রেখেছ বন্দী করে
চার দেয়ালের ভিতরে...।
চলবে....
যারা কথোপকথন-১ পড়তে চান...এখানে ক্লিক করুন: Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।