আমাদের কথা খুঁজে নিন

   

কথোপকথন২

সে আমার চোখে চোখ রাখতেই তড়িঘরি করে তাকে জিজ্ঞাস করলাম, "আপনি বুঝি এখানে নতুন ? আগে তো কখনও দেখিনি । "
সে একটা মুচকি হাসি দিল । তারপর বলল, "হ্যা, গতকাল এসেছি । প্রথমদিন আসার সময়ও আপনাকে দেখেছিলাম । ওইযে কালো রঙের একটা শার্ট আর তার মাঝে সাদা ছোপ ছোপ ছিল ।

কালো রঙ বুঝি আপনার প্রিয়? আমারও কিন্তু । কাল আর নীল রঙ । ভাবছেন দুটোই কেমন বেদনা মিশ্রিত রঙ, তাইতো? হাহাহা কি করবো বলেন, বেদনার রঙই আমার প্রিয় । ওই যে দেখুন, আকাশও ভালবাসি । "
বলেই সে আবার হাসলো ।

এবার আমিও হাসলাম । তার মত করে । অনেকটা লজ্জার মাথা খেয়েই তাকে বললাম, "হলুদ সালোয়ার কামিজে আপনাকে অনেক ভাল দেখাচ্ছে । কালো উড়নাটাও ভাল মানিয়েছে । আপনি অনেক সুন্দর করে হাসতে পারেন ।

আমি যে আপনাকে ফলো করছি তা কি আপনি জানেন? হাহাহাহা । আপনার সাথে একদিন সত্যিসত্যি কথা বলা লাগবে । নাম জিজ্ঞাস করবো । ওহ, আপনার আম্মু ডাকছে । যান, কাল এই সময়ে আবার দেখা হবে ।

কথাও হবে বৈকি । "
আমি আবার মুচকি হাসলাম । সেও হেসে চলে গেল । ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.