mojnu@ymail.com
নেদারল্যান্ডের উইম হফ তৈরি করেছেন এক আজব রেকর্ড। এক ঘন্টা বারো মিনিট গলা পযন্ত বরফে বসে থাকার এই রেকর্ড এর আগে কেউ করতে পারেননি। শনিবার নিউইয়র্কের রু বিন মিউজিয়াম অব আর্টের সামনে তিনি এই প্রদর্শনী করেন। ৪৮ বছর বয়স্ক হফ ম্যানহাটান স্ট্রীটের ওপর একটি পরিস্কার কন্টেইনার ভর্তি বরফের মধ্যে এই প্রক্রিয়াটি দেখান। তিনি জানান, এক ধরনের তান্ত্রিক মেডিটেশন থেকে বরফে বসে থাকার পদ্ধতিটি তিনি রপ্ত করেছেন।
হফ তার শরীরের স্বাভাবিক তাপমাত্রা বরফের মধ্যে বসে নিয়ন্ত্রন করার একটি টেকনিক শেখেন তিব্বত থেকে। তান্ত্রিক প্রক্রিয়ার অন্তর্ভূক্ত এই টেকনিক টুমো নামের কিছু তিব্বতীয় তান্ত্রিকই পারেন। হফ হচ্ছেন একমাত্র ব্যক্তি যিনি তিব্বতীয় না হয়েও এই টেকনিকটি শিখে ফেলেছেন। এর আগে তিনি একই রেকর্ড করেছিলেন ২০০৪ সালে। তবে তখন তিনি বরফের মধ্যে ছিলেন একঘন্টা আট মিনিট।
সূত্র : ইয়াহু ডটকম
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।