অদ্ভুত সব স্বপ্ন....আজগুবি সব খেয়াল....বড় হওয়ার বাকি...নাকি আমি এমনি ....পুসকি
তুমি যখন থাক আমার পাশে,
আমি ভুলে যাই অসীমের সঙ্ন্গা
ভাবি,
অনন্ত জীবন কত না মধুর
যদি থাক তুমি আমার পাশে।
প্রেম কী এরেই বলে?
যখন তুমি আমার নাম টা ধরে ডাক,
আমার শরীরে খেলে যায় কীসের শিহরণ,
স্বর্গ সুখ ও যেন ফিকে হয়ে যায়
এই সুখের কাছে
প্রেম কী এরেই বলে?
যখন আমি দেখি তোমাকে
দেখি শুধুই তোমাকে,
জগত সংসার সব মিথ্যে হ্ য়ে যায়
শুধু থাক তুমি একা কোন মহা সত্য হয়ে
প্রেম কী এরেই বলে?
যদি প্রেম একেই বলে
তবে তাই সই,
ভালবাসি তোমাক। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।