বুধবার বিকেলে এক সংবাদ ব্রিফিংয়ে দলের চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেন, “পত্র-পত্রিকা দেখেছি রিমান্ডে তার ওপর নির্যাতন করা হয়েছে। এটা দুঃখজনক। এখন রিমান্ড থেকে ফেরার পর কেউ পায়ে হেঁটে আসতে পারছেন না। ”
অবশ্য হেফাজতে ইসলামের মহাসচিবকে জামিন দেয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানান তিনি।
২৩ দিন কারাগারে থাকার পর বুধবার জামিনে মুক্তি পান হেফাজতে ইসলামের মহাসচিব জুনাইদ বাবুনগরী।
তিনটি মামলায় দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তাকে জামিন দেয়। বারডেম হাসপাতালে চিকিৎসাধীন হাটহাজারী মাদ্রাসার এই শিক্ষক বিকালে মুক্তি পান।
গত ৫ মে রাতে মতিঝিল থেকে হেফাজতকর্মীদের তুলে দেয়ার পরদিন গ্রেপ্তার হন বাবুনগরী। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
জিজ্ঞাসাবাদে বাবুনগরী হেফাজতের মতিঝিলে অবস্থান নিয়ে বিভিন্ন তথ্য দেন বলে পুলিশ ইতোপূর্বে জানিয়েছিলো।
সরকার বলে আসছে, সেদিন সরকার উৎখাতের ষড়যন্ত্র ছিলো এবং তাতে বিরোধী দলের ইন্ধন ছিলো।
বাবুনগরী আদালতে দেয়া জবানবিন্দতেও ওই ষড়যন্ত্রের স্বীকারোক্তি দিয়েছেন বলে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়।
তবে বাবুনগরীর জবানবন্দিতে উদ্ধৃত করে প্রকাশিত বিভিন্ন খবর নাকচ করেছেন হেফাজতের আমির শাহ আমদ শফী ও বিরোধী দলের নেতারা।
প্রেস ব্রিফিংয়ে বাবুনগরীর বিরুদ্ধে দায়ের করা তিনটি মামলাই মিথ্যা বলে দাবি করেন শামসুজ্জামান দুদু।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে হরতাল পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, হরতালে সারাদেশে ২০১ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারের সংখ্যা ১৫৫ জন এবং পুলিশি হামলায় ১৯৩ জন নেতা-কর্মী আহত হয়েছেন।
দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মুক্তির দাবিতে ১৮ দলীয় জোট ডাকে সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল করে।
হরতালে জনগণ স্বতস্ফূর্ত অংশ নেয়ায় বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে অভিনন্দন জানান দুদু। পাশাপাশি সভা-সমাবেশের ওপর বিধি-নিষেধ তুলে নেয়ার দাবি জানিয়ে তিনি বলেন, “প্রধানমন্ত্রী মঙ্গলবার মুন্সিগঞ্জের এক জনসভায় বিরোধী দলের উদ্দেশ্যে বলেছেন, সরকারের সমালোচনা করতে হলে এসি ঘর থেকে বেরিয়ে আসতে হবে। ”
“প্রধানমন্ত্রীকে বলব, আপনার স্বরাষ্ট্রমন্ত্রীকে পরামর্শ দিন, তিনি যেন আমাদের ঘরে আর আটিকয়ে না রাখেন।
আপনার স্বরাষ্ট্র মন্ত্রী বিরোধী দলের সভা-সমাবেশের ওপর যে নিষেধাজ্ঞা জারি করেছেন, তা যেন তিনি অবিলম্বে তুলে নেন। তাহলে আমরা ঘরে মধ্যে নয়, উন্মুক্তস্থানে সরকারের ব্যর্থতার গঠন সমালোচনা করতে পারি। ”
দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার বন্ধের দাবিও জানান দুদু।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।