আমাদের কথা খুঁজে নিন

   

Esnips থেকে গান ডাউনলোডের উপায়

সুশীলের ভেকধারী এক মহা ভন্ড!

টেকি মার্কা কোন পোস্ট দেয়া রিস্কি! মান ইজ্জত খোয়ানোর চান্স থাকে। তাও আল্লাহ আল্লাহ করতে দিয়া দিলাম। ভুল ভ্রান্তি ক্ষমা করবেন। ইস্নিস্পে গান এখন ডাউনলোড করা যায় না যদি না ইউজার ডাউনলোডের অপশন এনাবল না করে থাকে। কিছুদিন আগে গুতাইতে যেয়ে একটা সাইটে নিচের উপায়টা পাইলাম।

[এই পদ্ধতি কাজ করছে না আপাতত, পোস্টের শেষে বি. দ্র. এর লিঙ্কটা ইউজ করুন, ঐখানে পুরো লিঙ্ক দিয়ে দিলে ঐটাই ডাউনলোড এর ব্যবস্থা করে দিবে। ] ১. এইখানে ক্লিক করে গানটা ওপেন করেন। ২. এড্রেসবারে এই লেখাটা পাবেন। http://www.esnips.com/doc/26c81b7e-7419-48c6-863a-29e2be7278a3/ Righteous-Brothers--Unchained-Melody ৩. এড্রেসবারে বোল্ড করা doc কে nsdoc বানান। ৪. তারপর Righteous-Brothers--Unchained-Melody অংশটুকু মুছে দিন এড্রেসবার থেকে।

৫. এড্রেসবারের লেখাটা এইরকম হবে: http://www.esnips.com/nsdoc/26c81b7e-7419-48c6-863a-29e2be7278a3/ ৬. এখন এন্টার চাইপা দিলে কেল্লা ফতে! সেভ অ্যাজ অপশন পাবেন। বি. দ্র. কোন কারনে সেইভ অ্যাজ উইন্ডো না এসে সরাসরি কোন মিডিয়া প্লেয়ার দিয়ে গানটি ওপেন হলে বা সেইম পেইজ আবার ওপেন হলে এই লিঙ্কে গিয়ে গানটার কমপ্লিট লিঙ্ক দিয়ে দিন। তাইলে ডাউনলোডের অপশন পাবেন। (পুরাটাই নেট থাইকা মারা। )


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।