আমাদের কথা খুঁজে নিন

   

জোছনাতলায় শৈত্যরাতে,কুয়াশার মায়ায়



[কাজকর্ম নেই,বসে আছি চুপচাপ,দৈনন্দিন বেকারত্বের রুটিন পালন করছি,মাঝে দিয়ে বন্ধু সিহাবের কবিতাটা পড়ে মাথায় কয়টা লাইন চলে এলো,তুলে রাখলাম] ঘূণপোকার অলিন্দে উঁকি দিয়ে জোছনার নির্জন শ্মশানে বসে আছি নিঃশব্দ শিশির হয়ে ভোরের আলোর কোলাহলে সূর্যের আধিপত্যে হারিয়ে যাবার অপেক্ষায়। উত্তুরে কুকুরের ডাকের নিস্তব্ধতা জাগায়,ভাবায়, অর্ধেক ছায়াতে,অর্ধেক আলোতে,পতঙ্গের মত জেগে থাকা,কাঁদায়? ধোঁয়াটে কুয়াশার চাদরে সর্বসত্ত্বা ঢেকে জেগে আছি নৈঃশব্দের অভিসারী হয়ে অন্ধ একাকীত্বের ব্যাকুলতায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.