আপনা মাঝে খুঁজেফিরি নিজেকে
ব্লগে যারা খুলনাবাসী আছেন তারা হাত তুলুন। আপনাদের দিয়ে আমার অনেক দরকার। ব্যক্তিগত দরকার নয়। সামষষ্টিক দরকার।
_____________________________________________
যদিও আমার হোম ডিস্ট্রিক্ট বাগেরহাট তবে খুলনার সাথে একটা নাড়ীর টান অনুভব করি।
হাজার হোক দশটি বছর ওখানে ছিলামতো। তাই একটা বুনিয়াদ গড়ে উঠেছে। একটা দায়বদ্ধতাও তৈরী হয়েছে।
_____________________________________________
যারা খুলনার বাইরের তাদের জন্য বলছি- খুলনা একটি ভালো শহর। বসবাসের জন্য অতি উত্তম।
লো-কস্ট লিভিং। অন্যান্য সুযোগও বেশ আকর্শনীয়। সবচেয়ে ভালো খুলনার লোকের আন্তরিকতা ও আতিথিয়েতা। একবার ট্রাই করে দেখতে পারেন।
_____________________________________________
সুন্দরবন খুলনা-বাগেরহাটের গর্ব।
এটা আমাদের বাঁচা মরার অবলম্বন। সুন্দরবন না থাকলে সিডর বিদ্ধস্থ এ অঞ্চলে আর ত্রাণ কার্য চালাতে হত না বরং খুলনা বাগেরহাটের টুকরো গুলো খুঁজে পেতে লেগে যেত কম করে দুটি বছর। সালাস হে সুন্দরবন।
---------------------------------------------------------------------------------
তোমরা যারা সুন্দর বন দেখতে চাও তাদের ধারণা এরকম হতে পারে যে খুলনার লোক সবাই সুন্দরবন দেখেছে। কিন্তু আসলে তা নয়।
ঢাকা থেকে সুন্দরবন দেখতে যে ঝামেলা। খুলনা থেকে দেখতেও একই ঝামেলা। এ বিষয়ে অন্য পোস্টে লিখব বিষদ।
----------------------------------------------------------------------------------
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।