শুধু রক্ত নয়, আমি আমার চোখ, কিডনী, দাত আরো যা যা দেবার মতো, তার সবই দিতে চাই ; এখন দরকার হলে এখনই । কোথায় আসতে হবে বললেই চলে আসবো , আমাকে মেরে ,কেটে টুকরো টুকরো করে যার যেটা লাগবে নিয়ে নেবেন । আর সন্ধানী বা কোন হাসপাতালে একটা খবর দেবেন, যাতে ওরা বাকিটা নি
রিপোস্ট: বিদুৎ - জ্ঞান ভিত্তিক সমাজ গঠনের প্রথম শর্ত।
কোরিয়া মাত্র অর্ধশতাব্দির মধ্যে একটি কৃষি ভিত্তিক দেশ থেকে জ্ঞান ভিত্তিক অর্থণীতিতে রূপান্তরিত হয়েছে । দেশটি ১৯৬১ সালেও শ্রম ঘন পন্য রপ্তানী করতো আর আজ ২০০৩ সালে দেশটির প্রধান রপ্তানী পন্য হচ্ছে মেধা কেন্দ্রীক । কোরিয়ার এই দৃষ্টান্ত এশিয়ার অন্যান্য দেশের জন্য অনুকরণীয় । জ্ঞান ভিত্তিক সমাজ গঠনের ক্ষেত্রে প্রথমেই অবকাঠামো গত যে দূরুহ সমস্যাটির সমাধান করতে হবে তা হচ্ছে বিদ্যুৎ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।