আমাদের কথা খুঁজে নিন

   

অচিনে বসত নিয়া

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

অচিনে বসত নিয়া/ শেখ জলিল অচিনে বসত নিয়া বান্ধো তুমি ঘর আমারে আন্ধার দিয়া হলে স্বার্থপর! কেমনে কাটাই দিন বুঝলে না তুমি হৃদয় গহনে খরা শুষ্ক মরুভূমি। না ছিলো যখন কেউ তোমার একার ছিলাম বটের ছায়া আমিই দেখার। এখন সবাই দেখে দেখি নাতো আমি দু'চোখ বন্ধ কইরা দূরে থাকো তুমি। আমার শত্রুরা হলো তোমার বান্ধব হাসিয়া খেলিয়া কতো যে করে উৎসব! এমনও গেছে যে দিন ঘরে উপবাস তখন আমার ছিলে প্রেমে বসবাস! জুটলো কপালে সুখ তুমি গেলে চলে সুখের আশ্রয় ডোবে দুঃখের অতলে। জানি না কী দোষ দাও এখন আমার সোনার সংসার পোড়ে দু'চোখ আন্ধার। যার তরে এতো করে সাজাই বাসর সেই তো বসত ভাঙে, করে যায় পর! ১০.০১.২০০৮

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.