টাইমস অফ ইন্ডিয়া জানায়, অ্যাকশন কমেডিভিত্তিক সিনেমাটিতে শাহিদের সঙ্গে নিজের পর্দা-রসায়ন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ইলিয়ানা। আর এ বিষয়ে শাহিদের ‘চকলেট বয়’ ইমেজ সাহায্য করেছে বলেও জানিয়েছেন তিনি।
ইলিয়ানা বলেন, “শাহিদ এবং আমি সম্পুর্ণ নতুন একটি জুটি। আর সিনেমাটিতে শাহিদ মজার একটি চরিত্রে অভিনয় করেছেন। টিনসেলে ‘চকলেট বয়’ হিসেবে পরিচিত শাহিদ।
আর আমি মনে করি ‘ফাটা পোস্টার নিকলা হিরো’ সিনেমায় ওই বিষয়টাই কাজে লেগেছে। ”
ইলিয়ানা আরও বলেন, “কমেডি ধাঁচের এই সিনেমাতে ভালো কিছু অ্যাকশন দৃশ্যও রয়েছে। আর সেই সঙ্গে ড্রামা এবং রোমান্স তো আছেই। আশা করছি ‘বারফি!’-র পর দর্শকরা এই সিনেমায় আমার কাজ পছন্দ করবেন। ”
রাজকুমার সন্তোষি পরিচালিত ‘ফাটা পোস্টার নিকলা হিরো’ সিনেমাটি ২০ সেপ্টেম্বর মুক্তি পাবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।