আমাদের কথা খুঁজে নিন

   

কিবুডের বোতাম টিপি টিপি মিছা কতা কই বাকশাল গড়ন যাইবনা (মুনশীর টেলিস্কোপ)



হেই বেডায় কইছিলো 'ওই বেডা তোমার চামড়ার মুখ পটাপট মিছা কতা বাইরায় খালি । প্লাস্টিকের মুখ অইলে মনে লয় ইট্টু কম মিছা কতা কইতা! যেই জমানায় হেই বেডায় কইছিলো হেই জমানায় কম্পুটার আছিল না। হে মইরা হের কবরে ঘাস উইট্টা গেছে। হেই বেডা যদি জানতো অহনে কিবুডের বোতাম টিপি টিপি মিছা কথা লেইক্কা পৌষ মাষে শ্রাবণের বইন্না আনন যায় তয় যে কি কইতো আল্লাই ভালা জানে। ইট্টু আগে একজনে পুস্ট দিয়া কইল সুশীলেরা কাগো কাগো ব্যান দাবী কইরা অহনে আনব্যান না করনের কথা কইতাসে।

বোতাম টিপি টিপি মিছা কথা! সুশীল ব্লগারেরা কুনু বেডার ব্যানও দাবী করে নাই। উপরন্তু অহনে আনব্যান দাবী করতাসে। তয় ইডা হাছা কথা গাইলবাজেগো আনব্যান দাবী করনডা ঠিক না। কয়লা ধুইয়া কালা সাফ করন যা না। আনব্যান আর ব্যান নিয়া অতো ফুডানী করনের কি আছে? অন্য নিক নিয়া তরতরাইয়া আইয়া পড়তাসে।

গাইলবাজ নেতারেও শুশুকের লাহান উজান দিয়া যাইতে দেহা যাইতাছে। কি কয় না কয় হে নিজেই বুজে না। শুকরের লগে সহাবস্থান না কি জানি ডায়লগ মারে। আরে বেডা তুমি খালি শুয়র দেহো ক্যা? তোমার চক্কে খালি শুয়র দেহা যাওনের সাইকোলজি কি হইবার পারে হেইডা বুঝাইয়া কওন লাগবো? দালালেরা দেহে দালাল, আবালে দেহে আবাল.....আর কইলাম না!! বেডারা মনে করতাছে বলগে মিছা কতা কইয়া কইয়া বাকশাল কায়েম কইরা ফালাইব। আরে হেই দিন কি আর আছে অহনে!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।