আমাদের বাসার চার তলায় এক ফ্যামিলী থাকে। এই ফ্যামিলির একজন সদস্য ছাড়া বাকি সবাই চশমা ছাড়া একেবারে অন্ধ। পুরা অন্ধ। ফ্যামিলীর যেই মেম্বারের চোখে চশমা নেই সে তার ফ্যামিলীর অন্যদের অবস্থা দেখে হয়তো কষ্ট পায় কিন্তু নিজের জন্য নিশ্চয়ই শুকরিয়া আদায় করে। তার ফ্যামিলীর বাকিরা এত মোটা চশমা পড়ে দেখলে ভয় লাগে।
বাপরে বাপ।
মোটা ফ্রেম চোখ থেকে সরানোর জন্য একমাত্র উপায় হচ্ছে চোখে রিফ্রেক্টিভ অপারেশন বা ল্যাসিক।
এই সার্জারি পারলে বিদেশ থেকে করাবেন কারন দেশে ভালো কোনো ল্যাসিক সার্জন নেই। আপানার চোখ নষ্ট করে দিবে। আমার আত্মীয়ের চোখে ঠিকমতো অপারেশন না করে চোখ নষ্ট করে দিছে ল্যাসিক সাইট সেন্টারের ডাক্তার রশিদ হায়দার।
ল্যাসিক করলে ভারী চশমা থেকে রেহাই পাবেন তবে এটা করা আগে অবশ্যই কিছু ব্যাপার মাথায় রাখুন
১ ল্যাসিক খুব সিরিয়াস একটা সার্জারি। সার্জনের দক্ষতার উপর নির্ভর করে এর রেজাল্ট। তাই অবশ্যই চটকদার বিজ্ঞাপন দেখেই ছুটে যাবেন না সেই ডাক্তারের কাছে। ডাক্তার ভালো কিনা সেটা সবার সাথে আলোচনা করে তারপরে সিদ্ধান্ত নিন। সবচেয়ে ভালো হয় দেশের বাইরে গিয়ে এই অপারেশন করানো যদি আপনার সামর্থ থাকে।
২. ল্যাসিক ডাক্তার বেশ অনেকগুলো মেশিনে আপনার চোখ পরীক্ষা করবে। আপনি যদি দেখেন কোনো সার্জন খুব অল্প সময় নিয়ে তাড়াহুড়ো করে টেস্ট করিয়ে বলে দেয় আপনি অপারেশন করতে পারবেন তবে প্লিজ সেই সার্জনের কাছ থেকে দূরে থাকুন।
৩. ল্যাসিক করার আগে যেইসব টেস্ট করা হয় সেইসব টেস্টের কাগজ নিয়ে অন্তত দুইজন ভালো চোখের ডাক্তারের সাথে আলাপ করুন। তাদের সেই কাগজগুলো দেখান। তারা যদি বলে যে আপনি ল্যাসিক করতে পারেন তবেই ল্যাসিক করতে যান।
৪. একটা কথা মনে রাখবেন ল্যাসিক হচ্ছে কৃত্রিমতা। এই সার্জারির জটিলতা আছে। আপনি একেবারে অন্ধও হয়ে যেতে পারেন। আরো অনেক ঝুঁকি আছে। যদি কোনো সার্জন আপনাকে সব কিছু বলতে না চায় এবং এটাকে ১৫ মিনিটের মিরাকাল হিসেবে চালায় তবে সেই ডাক্তারের কাছ থেকে দূরে থাকুন।
আমার আত্মীয় ভুল করে ডাঃ রশীদ হায়দারে কাছে গিয়ে অপারেশন করিয়ে এখন খুবই বপদে পড়ছে। ফরমি ফুস্টে ক্যারাটোকোনাস রোগীকে লোভী এই ডাক্তার ল্যাসিক অপারেশন করে দিয়েছে। এখন সেকেন্ডারী এক্টাশিয়ায় ভুগছে ভুল অপারেশনের কারনে।
ডাঃ রশিদ হায়দার থেকে দূরে থাকুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।