৪ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে নায়করাজ রাজ্জাক পরিচালিত ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র 'আয়না কাহিনী'।
ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই ছবিতে দুটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন সম্রাট ও কেয়া। নায়করাজ রাজ্জাক বলেন, 'দর্শক আমার এই নতুন ছবিটিতে পুরোনো দিনের ছবির আমেজ পাবেন। গানেও পাবেন ঠিক একই রকম ভালোলাগা। সবমিলিয়ে এই ছবিটি দর্শকের কাছে ভীষণ উপভোগ্য হবে বলেই আমি মনে করি।
' সম্রাট বলেন, 'বাবার নির্দেশনাতেই চলচ্চিত্রে আমার অভিষেক। আয়না কাহিনীতে আমি নিজেকে যত ভালোভাবে উপস্থাপন করা যায়, তাই করেছি। আমার অভিনয়ের জায়গায় আমি এতটুকুও ছাড় দেইনি। তা ছাড়া বাবা আদায় করে নিতে জানেন। তিনি তা করেছেনও বটে।
দর্শকদের শুধু এতটুকুই অনুরোধ করব, ভালো গল্পের ছবি আপনারা হলে গিয়ে দেখবেন। ' এদিকে নায়ক রাজ্জাক প্রযোজিত ও অভিনীত রুহুল আমিন পরিচালিত 'বেঈমান' ছবিটি রিমেক হতে যাচ্ছে। সত্তরের দশকে মুক্তিপ্রাপ্ত বড় মাপের ব্যবসাসফল এই চলচ্চিত্রটির রিমেকের উদ্যোগ নিয়েছেন সম্রাট। সম্রাট বলেন, 'বাবাকে উৎসর্গ করেই ছবিটি রিমেক করব। বর্তমান সময় উপযোগী করে এর গল্প পুনর্বিন্যাস করা হবে।
বাবার চরিত্রে আমিই অভিনয় করব। এ বছরই ছবিটির শুটিং শুরু হবে। '
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।