আমাদের কথা খুঁজে নিন

   

'দেবদারু'-র প্রশ্ন: তোমাদের কি আদৌ চিনি? ৩৬ বছর পরে তোমরা আসলে কে? (প্রেক্ষাপট: মুখোশের সামহোয়্যার ইন... সামহোয়্যার ইনের মুখোশ!)

হৃদয়ে প্রলয়... তবু আমি এক নির্বাক মহীরুহ...

হয়তো হতে পারতো সশ্রদ্ধ বাকযুদ্ধ, কিংবা ত্বত্ত্ব-তথ্যে ভরা জমজমাট বিতর্কের যুক্তি-বন্যা; নির্মল আনন্দে ভেসে যাওয়ার অভিপ্রায়ে ক্রমাগত ক্লিক করতে থাকা উৎসাহী ব্লগারদের ঠোঁটে বিদ্রুপের হাসি-টাও আবির্ভূত হয়ে ক্ষণিকেই মিলিয়ে যাওয়ার কথা ছিল; না হয় খুব বেশি হলে প্রগলভ্ কোনো কোনো ব্লগার হেসে গড়িয়ে পড়তে পারতো কটুক্তির তীব্রতা দেখে! কাব্য হতো, গল্প হতো, কবিতা হতো, ছড়া হতো... হতে পারতো অনেক কিছুই!! কিন্তু কিছুই হয়নি বিশ্বাস করুন... হয়ে গেছে অনাকাঙ্খিত বিভেদ, কি-বোর্ডে তাই স্থবিরতা, মগজে চাপা ক্রোধ, আর আদর্শ নাড়া দিয়ে উসকে উঠা ক্ষোভ চারিদিকে! মুহূর্মুহূ ধর্মকে ব্যবচ্ছেদ করা হয়েছে অনেক আগে থেকেই- তবু একটা টু'শব্দ-ও করেনি স্ব-ঘোষিত ইসলামী দলপন্থীরা- মেতে থেকেছে পাকিস্তান বন্দনায়; আমার মায়ের বুকের ছেলেটিকে বিদায় দিয়ে সওদা করা যে স্বাধীনতা, আমার বোনের রক্তমাখা সম্ভ্রমটুকুর বিনিময়ে পাওয়া যে লাল-সবুজ পতাকা আঁকা সার্বভৌমত্ব, তাকে নাঙা করে কালিমা লেপন করার কত হাজারো প্রয়াস!................ তবু বাক-স্বাধীনতার নামে সেই নগ্ন আক্রমণ উপেক্ষিত হয়েছে! স্বপ্রণোদিত হয়ে স্বাধীনতার চেতনাকে বুড়ো আঙ্গুল দেখাতে ঘৃণ্য নিক নেয়া হয়েছে............ অথচ তাতেও টনক নড়েনি কারো! কিছু প্রতিবাদ আর তার বিপরীতে কর্তৃপক্ষের ব্যক্তিস্বাধীনতার বুলি!! সাম্প্রতিক সময়ে স্বাধীনতা বিরোধীদের আক্রমণাত্নক আত্নপ্রকাশে কিছু মননশীল ব্লগারদের প্রতিরোধকে "ফ্লাডিং আইন"-এর জুজু দেখিয়ে ব্যান করা হয়েছে। যারা ব্যান হয়েছে (মানুষ, বিষাক্ত মানুষ, সামী, মুজতবা), তাদের দুর্মর ভাবাবেগ, সাহসিকতা এবং বস্তুনিষ্ঠতা নিয়ে সামহোয়্যার এর নিয়মিত ব্লগারদের (অন্তত: প্রগতিশীল ব্লগারদের) কোনো সন্দেহ নেই। অথচ যারা বিকৃত রুচির তাড়নায় এ দেশে থেকেই মহান স্বাধীনতা নিয়ে বিদ্রুপ করছে, অশ্লীল শব্দ প্রয়োগে ব্লগ পরিবেশ কলুষিত করছে, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেই! কর্তৃপক্ষের কাছে একটি বিষয় পরিস্কার হওয়া প্রয়োজন.... আধুনিক এবং প্রযুক্তি সমৃদ্ধ হয়ে শুধু ব্লগিং সুবিধা দিয়ে সামাজিক সংস্কারের তুষ্টি মুখে নিয়ে তৃপ্তির ঢেঁকুর তুললে হবে না, আমাদের মনে রাখতে হবে, এটি একটি অনলাইন কমিউনিটি- ব্যক্তিস্বাধীনতার হস্তক্ষেপের দোহাই দিয়ে স্বাধীনতা বিরোধীদের জন্য কোনো প্লাটফর্ম আমরা তৈরী করতে দেবো না। এক-একটি আপত্তিকর নিক কিংবা মনগড়া, দেশদ্রোহী ব্ক্তব্যগুলোর বিরুদ্ধে সবাই সম্মিলিত ভাবে রুখে দাঁড়াবো.... মডারেশন অথোরিটি চুপচাপ দেখতেই থাকুক কিংবা আরো কঠোর-ই হোক! অনেক ইতিহাস-বিকৃতির সাক্ষী আমরা, নতুন প্রজন্মকে সে অভিশাপ থেকে মুক্ত করার দায়বদ্ধতাটুকু আমাদেরকেই নিতে হবে... সামহোয়্যার এর ভিনদেশী টিম সে স্পর্শকাতরতাটুকু বুঝুক কিংবা না-ই বুঝুক! ইদানীং কালের কিছু বিশেষ ঘরানার ব্লগারদের বলছি- দেশকে অপমানিত করার মধ্যে কোনো ফ্যাশন নেই, বা ভাববেন না এমন দু'চার'টে বাক্য লিখে লাইম-লাইটে চলে আসবেন। আপনাদের-আমাদের আজকের অবস্থানটির পেছনে অতীতের অসংখ্য বীর-বীরঙ্গনার যে অনুকরণীয় আত্মোৎসর্গ, তা স্বীকার করায় লজ্জার কিছু নেই, বরং এটি গৌরবের, এটিই আমাদের চালিকা শক্তি, অন্তর্নিহিত চেতনা। এবং শুধু এটুকুই মনে করিয়ে দেবো- যে রাজনৈতিক চেতনাটি আপনারা ধারণ করছেন, তার অতীত সম্পৃক্ততা যদি কলন্কজনক হয়, তবে অচিরেই সেই দলীয় বিশ্বাস থেকে সরে দাঁড়ান; কেননা তখনকার সেই বিপথগামী নেতৃত্ব আজো টিকে আছে, আর ছড়িয়ে দিচ্ছে বিশ্বাসঘাতকতার বিষবাষ্প প্রজন্ম থেকে প্রজন্মান্তরে! তাই বলছিলাম, তোমাদের বোধহয় চিনি! বর্তমান প্রজন্মের মুখোশের আড়ালে আমি কিন্তু ঠিক-ই খুঁজে পাচ্ছি তিন যুগ আগের সেই নৃশংস অবয়ব আর ঘুঁণে ধরা কালো বিশ্বাসটুকু!! ***ব্যান হওয়া ব্লগারদের আন-ব্যান না করা পর্যন্ত দেবদারু-র প্রতিবাদ চলবে। গত ক'দিন ধরে প্রতিবাদে মুখর সকল ব্লগারদের সাথে একাত্নতা ঘোষণা করছি এবং সবাইকেও ঘোষণা করার সবিনয় অনুরোধ করছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।